Shanghai: দু সপ্তাহ পর সাংহাইতে শিথিল হল লকডাউন, তবে চিনে করোনার দাপট অব্যাহত

দু সপ্তাহ পর চিনের সাংহাই শহরে শিথিল করা হল লকডাউন। করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় কঠোর লকডাউন জারি করা হয়েছিল সাংহাই জুড়ে।

Virus Outbreak (Photo Credit: Twitter)

সাংহাই (চিন), ১২ এপ্রিল: দু সপ্তাহ পর চিনের সাংহাই (Sanghai) শহরে শিথিল করা হল লকডাউন। করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় কঠোর লকডাউন জারি করা হয়েছিল সাংহাই জুড়ে। শহরের কিছু মানুষকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হল। তবে মেনে চলতে হবে সব করোনা বিধি। কিছু বাজার, শপিং মলও খুলে দেওয়া হল।  গত দু সপ্তাহে মানুষজনকে একেবারে ঘরবন্দি করে রাখার যাবতীয় চেষ্টা করেছিল প্রশাসন। সাংহাই হল দুনিয়ার অন্যতম ব্যস্ততম শহর। সেই ব্যস্ততম শহরের রাস্তায় গত দু সপ্তাহে কোনও জনপ্রাণী দেখা যায়নি।

এমনও অভিযোগ উঠেছিল, লকডাউন সফল করতে সাংহাইয়ের বেশ কিছু আবাসনে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছিল প্রশাসন। ঘরে বাইরে থেকে তালাবন্দি মানুষের আর্তনাদের ভিডিও সামনে এসেছিল। আরও পড়ুন: নিউ ইয়র্কের ব্রুকলিনে বন্দুকবাজের হামলা, আতঙ্ক মার্কিন মুলুকে

লকডাউন শিথিল করা হলেও সাংহাইতে কিন্তু সেভাবে সংক্রমণ কমেনি। তবু অর্থনৈতিক চাপের কথা মাথায় রেখে কিছুটা খুলে দেওয়া হল শহর। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে গোটা চিন। সাংহাই এখন চিনের করোনার কেন্দ্রস্থল হয়ে গিয়েছে। চিনে এখন দৈনিক করোনা সংক্রমণ দশ হাজারের কাছাকাছি আছে।