Covid-19 In China: এক বছর পর চিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ২ জনের
এক বছর পর চিনে (China) করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল ২ জনের। চিনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানিয়েছে। শেষবার ২০২১ সালের জানুয়ারি মাসে চিনে কোভিড রোগীর মৃত্যু হয়েছিল। উত্তর-পূর্ব জিলিন প্রদেশে এই ২ রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৮ জনের।
বেজিং, ১৯ মার্চ: এক বছর পর চিনে (China) করোনা (Covid-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল ২ জনের। চিনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানিয়েছে। শেষবার ২০২১ সালের জানুয়ারি মাসে চিনে কোভিড রোগীর মৃত্যু হয়েছিল। উত্তর-পূর্ব জিলিন প্রদেশে (North-Eastern Jilin Province) এই ২ রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৮ জনের।
গত কয়েকদিনে করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়েছে। শনিবার ২ হাজার ১৫৭ জন নতুন রোগীর শরীরে ভাইরাস পাওয়া গিয়েছে। যাদের বেশিরভাগই জিলিনের বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় নানা বিধিনিষেধ চাপিয়েছে প্রাদেশিক প্রশাসন। বেজিং এবং শেনজেন শহরে দফায় দফায় লকডাউনও জারি হয়েছে। চিনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসনের প্রশাসক ওয়াং হেশেং বলেছেন, বেশ কয়েকটি শহরে করোনা সংক্রমণ বেড়েছে। তাই 'জিরো কেস পলিসি' নেওয়া হয়েছে। যার লক্ষ্য হল স্বল্প সময়ে অতিমারি নিয়ন্ত্রণে আনা। আরও পড়ুন: Afghanistan Earthquake: আফগানিস্তানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২
২০১৯ সালের শেষের দিকে চিনের উহানে প্রথম করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মেলে।