Sajid Mir: মুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গি সাজিদ মীরকে বৈশ্বিক সন্ত্রাসবাদী ঘোষণার পথে বাধা চিনের

বৈশ্বিক সন্ত্রাসবাদী (Global Terrorist) হিসাবে লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গি সাজিদ মীরকে (Terrorist Sajid Mir) কালো তালিকাভুক্ত (Blacklist) করার পথে ফের বাধা দিল চিন (China)। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council) ভারতের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) আনা প্রস্তাব পাস হওয়া আটকে দিল বেজিং। এর আগে জইস-ই-মহম্মদ ডেপুটি চিফ রউফ আসগর ও লস্কর-ই-তইবার ডেপুটি চিফ আবদুল রহমান মাক্কির ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছিল বেজিং।

Terrorist Sajid Mir (Photo: Twitter)

ইউনাইটেড নেশন, ১৭ সেপ্টেম্বর: বৈশ্বিক সন্ত্রাসবাদী (Global Terrorist) হিসাবে লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) জঙ্গি সাজিদ মীরকে (Terrorist Sajid Mir) কালো তালিকাভুক্ত (Blacklist) করার পথে ফের বাধা দিল চিন (China)। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UN Security Council)  ভারতের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) আনা প্রস্তাব পাস হওয়া আটকে দিল বেজিং। এর আগে জইস-ই-মহম্মদ ডেপুটি চিফ রউফ আসগর ও লস্কর-ই-তইবার ডেপুটি চিফ আবদুল রহমান মাক্কির ক্ষেত্রেও একই পদক্ষেপ নিয়েছিল বেজিং।

সাজিদ মীর ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় (2008 Mumbai Attacks) জড়িত ছিল সে। মুম্বই হামলায় তার ভূমিকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মীরের মাথার দাম ৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে। আরও পড়ুন: Pakistan: ২৩-এ SCO-তে ভারতের সভাপতিত্বের কথা শুনেই ঘুম উড়ল পাকিস্তানের

ANI-র টুইট:

এই বছরের জুনে জঙ্গি কার্যকলাপে অর্থ যোগানের সাজিদ মীরকে ১৫ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত। অতীতে পাকিস্তান দাবি করেছিল যে মীর মারা গিয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলি সে কথা বিশ্বাস করেনি। তারা সাজিদের মৃত্যুর প্রমাণ দাবি করে।