Kings Charles: সবটাই গুজব, ক্য়ান্সারে আক্রান্ত মহারাজ চার্লস দিব্য়ি ঘুরছেন হাসি মুখে
গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোর জল্পনা ইংল্যান্ডের রাজ পরিবারে বড় কিছু ঘটে গিয়েছে। রাজ পরিবারের নাকি কেউ মারা গিয়েছেন।
গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জোর জল্পনা ইংল্যান্ডের রাজ পরিবারে বড় কিছু ঘটে গিয়েছে। রাজ পরিবারের নাকি কেউ মারা গিয়েছেন। আর যা নাকি চাপার চেষ্টা চলছে। প্রথমে বলা হয়েছিল, রাজ পুত্রবধু কেট মিডলটনকে মেরে ফেলা হয়েছে। আর সেটা ঘোষণা করতেই নাকি বিবৃতি দিতে চলেছে রাজ পরিবারের। এই খবরের ফুলকিটা ছড়াতে ছড়াতে দাবানলের মত ট্রেন্ডিং পোস্ট শুরু হয়ে যায় ফেসবুক, এক্স-এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কিন্তু কেট মিডলটনের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তির ঘুরে যায় ক্যান্সারে আক্রান্ত রাজা চার্লসের দিকে।
রাশিয়ান মিডিয়ায় জোর প্রচার হয়, মহারাজা চার্লস নাকি ক্যান্সারে মারা গিয়েছে। রাজার মৃত্যু নিয়ে রাজ পরিবারের ভুয়ো এক বিবৃতি পত্রও ভাইরাল হয়।
দেখুন খবরটি
দেখুন খবরটি
তবে এদিন রাজা চার্লস বাকিংহাম প্যালেসে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসতেই সব জল্পনা শেষ হয়। এরপর রাজা চার্লস দেখা করেন যুদ্ধে লড়ে কোরিয়ান সৈন্যদের সঙ্গে। শেষ হয় মৃত্যু জল্পনার। আরও একবার প্রমাণ হল সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই রটে, যা সবটাই ঘটে না।