Justin Trudeau: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা, ভিডিয়োতে শুনুন আরও কী বললেন জাস্টিন ট্রুডো
বিভিন্ন সূত্রে জানা গেছে, কানাডায় বসবাসকারীদের হুমকি দিচ্ছে খলিস্তানি জঙ্গিরা। তাঁদের কানাডা ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলেরই সাংসদ চন্দ্র আর্য।
অটোয়া: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুর ঘটনার সঙ্গে ভারতের সম্ভাব্য যোগ আছে বলে প্রকাশ্যে দাবি করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Canadian PM Justin Trudeau)। এরপর থেকেই চাপান-উতোর শুরু হয়েছে ভারত ও কানাডার মধ্যে।
পরিস্থিতি জটিল হচ্ছে দেখে বৃহস্পতিবার সন্ধ্যায় ফের একবার এই বিষয়ে মুখ খুললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Modi) সঙ্গে সরাসরি এই বিষয়ে খোলামেলা কথা (frank conversation) বলেছি। আমি দ্বিধাহীন ভাবে তাঁর সঙ্গে আমার উদ্বেগের কথাগুলি শেয়ার করেছি। আমরা ভারত সরকারকে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য এবং সম্পূর্ণ স্বচ্ছতার জন্য আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই। তাদের বলেছি এই বিষয়ে ন্যায়বিচার (justice) নিশ্চিত করুন। আমরা আইনের শাসনের (rule of law) দেশ। আমরা কানাডিয়ানদের নিরাপদ রাখতে এবং আমাদের মূল্যবোধ এবং আন্তর্জাতিক নিয়ম-ভিত্তিক আদেশ (international rules-based order) সমুন্নত রাখার জন্য প্রয়োজনীয় কাজটি চালিয়ে যাচ্ছি। এটাই এখন আমাদের লক্ষ্য।"
বিভিন্ন সূত্রে জানা গেছে, কানাডায় বসবাসকারীদের হুমকি দিচ্ছে খলিস্তানি জঙ্গিরা। তাঁদের কানাডা ছেড়ে ফিরে যেতে বলা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলেরই সাংসদ চন্দ্র আর্য। আরও পড়ুন: India-Canada Row: ভারতে থাকা কানাডার আধিকারিকদের নিরাপত্তা দিক দিল্লি, আবেদন ট্রুডো সরকারের