Justin Trudeau Apologises: 'ভয়ানক ভুল', প্রবল চাপের মুখে ক্ষমা চাইলেন কানাডার PM

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাজিরায় যখন নাৎসি জমানার এক প্রবীণ ব্যক্তিকে সম্মান জানানো হয়, তার তীব্র বিরোধিতা করে রাশিয়া। এমনকী কানাডা যা করেছে, তা অত্যন্ত বিরক্তিকর বলেও ক্ষোভ উগরে দেয় ক্রেমলিন।

Justin Trudeau (Photo Credit: Instagram)

নাৎসি জমানার এক সেনা কর্মীকে সম্মান জানানোয় কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন সে দেশের মানুষ। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী। বুধবার কানাডার হাউস অফ কমনসে ক্ষমা চেয়ে নেন জাস্টিন ট্রুডো। নাৎসি জমানার সঙ্গে যুক্ত চিলেন, এমন মানুষকে সম্মান দিয়ে তিনি অত্যন্ত ভুল করেছেন। নাৎসি জমানার সঙ্গে যাঁরা লড়াই করেছেন, তাঁদের প্রতি অবিচার হয়েছে বলেও বুধবার কানাডার হাউস অফ কমনসে এই বলে ক্ষমা চেয়ে নেন ট্রুডো।

প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাজিরায় যখন নাৎসি  জমানার এক প্রবীণ ব্যক্তিকে সম্মান জানানো হয়, তার তীব্র বিরোধিতা করে রাশিয়া। এমনকী কানাডা যা করেছে, তা অত্যন্ত বিরক্তিকর বলেও ক্ষোভ উগরে দেয় ক্রেমলিন। ফলে ওই ঘটনার জেরে ঘরে,বাইরে প্রবল চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন জাস্টিন ট্রুডো।