Justin Trudeau: নাৎসি সম্পর্কে সম্পর্কিত প্রবীণকে সম্মান জানালেন কানাডার PM, সমালোচনার ঝড়
চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডা সফরে যান। জেলেনস্কির সফরের সময় জাস্টিন ট্রুডো নাৎসি জমানার এক প্রবীণ সেনা কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন।
নাৎসির সঙ্গে যোগ রয়েছে, এমন এক প্রবীণকে সম্মান জানানোর অভিযোগ উঠল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে। ট্রুডোর ওই কর্মকাণ্ডের জেরে শেষ পর্যন্ত হাউস অফ কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা ইহুদিদের কাছে ক্ষমা চেয়ে নেন। ট্রুডোর কীর্তির জেরে রবিবার কানাডার হাউস অফ কমন্সের স্পিকার অ্যান্থনি রোটা ইহুদি সম্প্রদায়ের মানুষের কাছে ক্ষমা চান। কানাডার বিরোধী দলনেতাও ট্রুডোর কীর্তিকে ভয়ঙ্কর ত্রুটি বলে উল্লেখ করেন।
চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডা সফরে যান। জেলেনস্কির সফরের সময় জাস্টিন ট্রুডো নাৎসি জমানার এক প্রবীণ সেনা কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবং সাক্ষাতের পর তাঁকে সম্মানিত করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। এরপরই কানাডার বিরোধী দলনেতা পয়লিভরে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ট্রুডোর ক্ষমা চাওয়ার দাবি জানান।