Canada: নির্বাচনের আগেই সরকার থেকে সমর্থন সরাল জগমীত সিংয়ের দল, বিপাকে জাস্টিন ট্রুডো সরকার

জাস্টিন ট্রুডোর পাশে থাকলেও এবার সমর্থন প্রত্যাহার করে জগমীত লেখেন, কানাডা সরকার কর্পোরেটদের সঙ্গে থাকে। সাধারণ মানুষের সঙ্গে নয়। সাধারণ মানুষকে সব সময় নীচু করার প্রচেষ্টায় থাকে বলেও ট্রুডো সরকারের বিুদ্ধে তোপ দাগেন জগমীত।

Jagmeet Singh, Justin Trudeau (Photo Credit: ANI/X)

দিল্লি, ৫ সেপ্টেম্বর: নির্বাচনের বছরখানেক আগে এবার বিপাকে পড়ল জাস্টিন ট্রুডো (Justin Trudeau) সরকার। ভোটের আগে জাস্টিন ট্রুডো সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করল জগমীত সিংয়ের ( Jagmeet Singh) এনডিপি (NDP)। ফলে সংসদে কার্যত সংখ্যালঘু হয়ে পড়ল ট্রুডো সরকার। সোশ্যাল মিডিয়ায় জগমীত সিংয়ের এনডিপির তরফে সমর্থন প্রত্যাহারের ঘোষণা করা হয়। ২০২৫ সাল পর্যন্ত ট্রুডো সরকারের সঙ্গে কাজ করার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের আগেই সমর্থন প্রত্যাহার করলেন জগমীত এবং তাঁর নেতৃত্বাধীন দল।

জাস্টিন ট্রুডোর পাশে থাকলেও এবার সমর্থন প্রত্যাহার করে জগমীত লেখেন, কানাডা (Canada) সরকার কর্পোরেটদের সঙ্গে থাকে। সাধারণ মানুষের সঙ্গে নয়। সাধারণ মানুষকে সব সময় নীচু করার প্রচেষ্টায় থাকে বলেও ট্রুডো সরকারের বিুদ্ধে তোপ দাগেন জগমীত।

প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে খালিস্তানি বিদ্রোহ যতই মাথা চাড়া দিক না কেন, ট্রুডো কখনও সরেনি সে দেশে বসবাসকারী জঙ্গি সংগঠনের পাশ থেকে। এবার জগমীত সিংয়ের এনডিপি লিবারেল পার্টির পাশ থেকে সরে যাওয়ায়, কানাডার আগামী নির্বাচনে কী হতে চলেছে, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক বিশ্ব।