Burqa Ban in Switzerland: বোরখা নিষিদ্ধ সুইৎজারল্যান্ডে, নিয়ম ভাঙলে জরিমানা

Burqa, Representational Image (Photo Credit: File Photo)

বোরখা নিষিদ্ধ করল সুইৎজারল্যান্ড। এবার থেকে সুইৎজারল্যান্ডে প্রকাশ্যে মুখ ঢেকে আর বাইরে বেরনো যাবে না। এমনই নির্দেশ দেওয়া হয় সে দেশের সরকারের তরফে। সে দেশে এখনও পর্যন্ত বেশ কিছু মুসলিম মহিলা বোরখায় মুখ ঢেকে বাইরে বের হন। তা রদ করতেই এবার সুইৎজারল্যান্ডের সংসদে ভোট গ্রহণ হয়। সেই ভোট গ্রহণ পর্বেই বোরখা নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে খবর। সুইৎজারল্যান্ডের রাস্তায় কোনওভাবে নাক, মুখ এবং চোখ ঢেকে বাইরে বেরনো যাবে না বলে স্পষ্ট জানানো হয়। নিয়ম লঙ্ঘন করলে, তাঁকে জরিমানা দিতে হবে বলে জানানো হয় সুইৎজারল্যান্ড সরকারের তরফে।