Brussels Terror: ব্রাসেলসের গুলি কান্ডে অভিযুক্ত দুষ্কৃতির মৃত্যু , সন্দেহভাজন দুষ্কৃতীর মৃতদেহ মিলল ক্যাফেতে জানালেন মন্ত্রী
বেলজিয়াম-সুইডেনের ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচ ঠিক আগেই খবর আসে, স্টেডিয়াম থেকে ৫ কিমি দূরে এক জঙ্গির গুলিতে মারা গিয়েছেন দুই সুইডিশ নাগরিক। এতে সারা ব্রাসেলস জুড়ে তৈরি হয় আতঙ্ক।
বেলজিয়াম-সুইডেনের ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচ ঠিক আগেই খবর আসে, স্টেডিয়াম থেকে ৫ কিমি দূরে এক জঙ্গির গুলিতে মারা গিয়েছেন দুই সুইডিশ নাগরিক। এতে সারা ব্রাসেলস জুড়ে তৈরি হয় আতঙ্ক। এবার সেই জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেল সূত্র মারফত। জানা গেছে একটি ক্যাফেতে আত্মগোপন করেছিল সেই সন্দেহভাজন জঙ্গি।ব্রাসেলস সন্ত্রাসে সন্দেহভাজন ৪৫ বছর বয়সী আবদেসালেম লাসাউদ বলে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। সকাল থেকে পুলিশ তাঁকে খুঁজে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে বেলজিয়াম পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর স্বীকার করেছেন বেলজিয়ামের এক মন্ত্রী।
এদিকে গতকাল ব্রাসেলসে জঙ্গির গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেডিয়ামে। ইউরো কাপের যোগ্যতা পর্বের ম্যাচ দেখার জন্য মাঠে হাজির ছিলেন অসংখ্য সুইডিশ জনতা। তাঁদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠে যায় তখন। ম্যাচ বাতিল করে দেওয়া হলেও স্টেডিয়ামেই বসিয়ে রাখা হয় সমর্থকদের। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দর্শকরা স্টেডিয়াম থেকে বেরোতে পেরেছেন।