Kohinoor Row: আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারি কম্বোডিয়াকে ফেরৎ দিল ব্রিটেন, কোহিনুর কবে ফিরবে ভারতে, বিতর্ক চড়ছে

আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারির পর এবার যাতে কোহিনুর ফেরৎ দেওয়া হয়, সে বিষয়ে দাবি উঠতে শুরু করেছে। গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কোহিনুর যাতে ফেরৎ দেওয়া হয়, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও চাপ বাড়ানো হচ্ছে।

Angkorian Crown Jewellery (Photo Credit: Twitter)

দিল্লি, ২২ ফেব্রুয়ারি: কম্বোডিয়া থেকে চুরি হওয়া আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারি ফেরৎ দিল ব্রিটেন। কম্বোডিয়া থেকে চুরি যাওয়া কয়েক ডজন আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারি ব্রিটেনের তরফে ফেরৎ দেওয়া হয়েছে বলে জানানো হয় কম্বোডিয়ার সংস্কৃতি দফতরের তরফে। কম্বোডিয়ার সংস্কৃতি দফতর জানিয়েছে, তারা ব্রিটিশ ব্যবসায়ী ডগলাস ল্যাসফোর্ডের পরিবারের কাছ থেকে আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারির ৭৭ টি টুকরো ফেরৎ পেয়েছে। ওই পরিবারের কাছ থেকেই চুরি যাওয়া আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারির বেশ কিছু অংশ কম্বোডিয়া ফেরৎ পেয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন: Return Kohinoor To India: মার্কিন যুক্তরাষ্ট্রে শো-এর মাঝে ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক উসকে দিলেন কোহিনুর বিতর্ক (দেখুন ভিডিও)

আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারির পর এবার যাতে কোহিনুর ফেরৎ দেওয়া হয়, সে বিষয়ে দাবি উঠতে শুরু করেছে। গত বছর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর কোহিনুর যাতে ফেরৎ দেওয়া হয়, সে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফেও চাপ বাড়ানো হচ্ছে।

আঙ্কোরিয়ান ক্রাউন জুয়েলারির পর কোহিনুর নিয়ে বিতর্ক উসকে দেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক, নারিন্দর কৌর।