প্রেমিককে ছুড়ি দিয়ে কোপালো বামন পর্ণ তারকা! অন্য মেয়ের সঙ্গে বিছানায় যাওয়াতেই এমন পরিণতি

নিজের প্রেমিককে (Boyfriend) ছুড়ি (Knife) দিয়ে কোপালো বামন পর্ণ তারকা (Midget Porn Star)। অন্য এক মহিলার (Woman) সঙ্গে সম্পর্করত অবস্থায় দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেন নি তিনি। যার কারণেই প্রেমিকের শরীরে ছুরির কোপ বসান তিনি। এই ঘটনার পর ওই পর্ণ তারকাকে গ্রেফতার করেছে পুলিস (Police)। সোশ্যাল সাইটে (Social Site) ব্রিজেড পাওয়ারস (Bridget Powers) নামে পরিচিত হলেও, ৩৯ বছরের ওই বামন পর্ণ তারকার আসল নাম শেরিল মারফি (Cheryl Murphy)। এহেন ঘটনা ঘটানোর জন্য শেরিলকে ১৫ বছরের সাজা দিয়েছে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে (Las Vegas) ঘটনাটি ঘটেছে গত মাসের ১৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে নাগাদ। প্রেমিক জেসি জেমস (Jesse James) বর্তমানে সুস্থ।

Porn Star Cheryl Murphy (Photo Credits: Twitter)

লাস ভেগাস, ২১ অক্টোবর: নিজের প্রেমিককে (Boyfriend) ছুড়ি (Knife) দিয়ে কোপালো বামন পর্ণ তারকা (Midget Porn Star)। অন্য এক মহিলার (Woman) সঙ্গে সম্পর্করত অবস্থায় দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেন নি তিনি। যার কারণেই প্রেমিকের শরীরে ছুরির কোপ বসান তিনি। এই ঘটনার পর ওই পর্ণ তারকাকে গ্রেফতার করেছে পুলিস (Police)। সোশ্যাল সাইটে (Social Site) ব্রিজেড পাওয়ারস (Bridget Powers) নামে পরিচিত হলেও, ৩৯ বছরের ওই বামন পর্ণ তারকার আসল নাম শেরিল মারফি (Cheryl Murphy)। এহেন ঘটনা ঘটানোর জন্য শেরিলকে ১৫ বছরের সাজা দিয়েছে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে (Las Vegas) ঘটনাটি ঘটেছে গত মাসের ১৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টে নাগাদ। প্রেমিক জেসি জেমস (Jesse James) বর্তমানে সুস্থ।

এমন ঘটনা যে বেশ কিছুদিন ধরেই চলছে, সেই খবর আগে ভাগেই পেয়েছিলেন শেরিল। তাই হঠাৎ খবর আসায় প্রেমিককে হাতেনাতে ধরতে ছুটে তার বাড়িতে যান তিনি। সেখানেই এক মহিলার সঙ্গে সম্পর্করত অবস্থায় দেখেন নিজের প্রেমিককে। যা দেখে নিজের আবেগ সামলাতে পারেননি তিনি। প্রেমিকের পায়ে ছুরির কোপ বসিয়ে ফেলেন। গতমাসে তাঁকে গ্রেফতার করে নেভাডায় (Nevada) নিয়ে যায় পুলিস। শেরিল জানিয়েছেন, প্রেমিককে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্করত অবস্থায় দেখে ফেলেছিলেন তিনি। যার কারণেই এমন পরিণতি। এদিকে জেমসের দাবি, শেরিল যখন তার বাড়িতে আসেন, সেই মুহূর্তে তিনি একাই ছিলেন। হঠাৎ শেরিল ঘরে ঢুকে তার পায়ে একটি মাখন লাগানোর ছুরি দিয়ে কোপ মারে। তিনি চিৎকার করলে ছুটে আসেন প্রতিবেশীরা (Neighboue)। তখন জেমস তাদের বলেন, 'দেখুন সর্বত্র রক্ত ছড়িয়ে আছে, দয়া করে পুলিসে খবর দিন।’ জেমসের কথা শুনে পুলিসে খবর দেন প্রতিবেশীরা। পুলিস এসে শেরিলকে গ্রেফতার করে নিয়ে যায়। নিজের দোষের কথা অবশ্য পুলিসের কাছে কবুল করে নিয়েছেন বামন পর্ণ তারকা। তিনি পুলিসের কাছে বলেছেন, ‘এটা আমার দোষ, আমি সব করেছি। আমার জেলে যাওয়া উচিত।' আরও পড়ুন: যানজটে আটকে গেল কিডন্যাপারের গাড়ি; ৭ মিনিটেই উদ্ধার অপহৃত

ঘটনার প্রায় দু'সপ্তাহ পরে ৩০ সেপ্টেম্বর শেরিল নিজের ফেসবুকে (facebook) তার সম্পর্কের অবস্থানের জায়গায় 'it’s complicated’করে দেন। তিনি এও জানান, তিনি এমনই থাকতে চান। জেসিও ফেসবুকে তার রিলেশনশিপ স্ট্যাটাসটি (Relationship Status)'সিঙ্গেল' করে দিয়েছেন। আগামী ৭ নভেম্বর ফের আদালতে শেরিলের শুনানি রয়েছে।



@endif