Breaking: মানব শরীরে পাওয়া গেল বার্ড ফ্লুর সংক্রমণ এইচ৩এন৮, চিনের খবরে আশঙ্কায় বিজ্ঞানীরা

বার্ড ফ্লু (Photo Credits: IANS|File)

২০১৯ সালের শেষ লগ্নে এসে চিনে আচমকাই দেখা দিয়েছিল এক অজানা রোগ। সেই রোগ ক্রমেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। কয়েক মাসের মধ্যে কোভিড জ্বরে স্তব্ধ হয়ে যায় গোটা বিশ্ব। আবারও চোখ রাঙাচ্ছে করোনা তবে তার মধ্যেই নতুন করে ভয় দেখাতে শুরু করল এক বিরল অসুখ। এবং এটিরও সূত্রপাত হল চিনেই। মানুষের শরীরে প্রথম বার পাওয়া গেল বিরল এক বার্ড ফ্লুর সংক্রমণ। করোনার মত এই সংক্রমণের প্রথম খবর পাওয়া গেল সেই চিনেই।

চিকিৎসার পরিভাষায় এই বিরল বার্ড ফ্লু-টির নাম H3N8। এর আগে মানুষের শরীরে এই অসুখটি সংক্রমণের লক্ষণ কখনও পাওয়া যায়নি। এই প্রথম বার তা লক্ষ্য করা গেল মানব শরীরে। এর আগে এই বিশেষ ধরনের বার্ড ফ্লুর সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে অন্য প্রাণীর শরীরে। ঘোড়া, কুকুর, সিল মাছ ছাড়াও বহু ধরনের পাখি সংক্রমিত হয়েছে এই জীবাণুতে। কিন্তু মানুষের শরীরে এটি সংক্রমণ ঘটাতে পারেনি। কিন্তু এবার সেই ঘটনাই ঘটেছে। আর সেটিই চিন্তায় ফেলেছি বিজ্ঞানীদের।

 



@endif