Brazil Rains: এক নাগাড়ে বৃষ্টিতে ভাসছে ব্রাজিল, মৃত্যু ১৬ জনের, জলের স্রোতে নিখোঁজ ১০

শুক্রবার রাতে ব্রাজিলের আংরায় ৬৫৫ মিমি বৃষ্টি হয়েছে। যা এখনও পর্যন্ত ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। ফলে আগামী কয়েকদিন ব্রাজিলের অবস্থা বৃষ্টির জেরে আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Brazil Rain (Photo Credit: Twitter)

রিও ডি জেনেরিও, ৪ এপ্রিল:  ব্রাজিলে (Brazil) শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি (Rain)। ব্রাজিলে এক নাগাড়ে বৃষ্টির জেরে ১৬ জনের মৃত্যুর খবর মিলছে।  নিখোঁজ কমপক্ষে ১০ জন। ব্রাজিলের রিও ডি জেনেরিওর অবস্থা সবচেয়ে খারাপ বলে জানা যাচ্ছে।  ফলে রিওতে উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে বলে খবর। রিও ডি জেনেরিওর ( Rio de Janeiro) পাশাপাশি আংরার অবস্থাও খারাপ বলে জানা যাচ্ছে।  আংরায় এক নাগাড়ে বৃষ্টির জেরে ভূমি ধ্বস নামতে শুরু করেছে বলে রিপোর্ট প্রকাশ করে জিনহুয়া।

জানা যাচ্ছে, শুক্রবার রাতে ব্রাজিলের আংরায় ৬৫৫ মিমি বৃষ্টি হয়েছে। যা এখনও পর্যন্ত ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে বেশি বলে জানা যাচ্ছে। ফলে আগামী কয়েকদিন ব্রাজিলের অবস্থা বৃষ্টির জেরে আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

 

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে 'গণহত্যা' চালাচ্ছে রাশিয়া? আশঙ্কা স্পেনের প্রধানমন্ত্রীর

রিপোর্টে প্রকাশ, ব্রাজিলের পারাটিতে একই পরিবারের ৭ জন নিখোঁজ বৃষ্টির জেরে। যার মধ্যে রয়েছে ৬ শিশু।  জানা যাচ্ছে, পারাটির ওই পরিবারে মায়ের সঙ্গে ৭ শিশু একবারে নিখোঁজ হয়ে যায়।  যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।