Boat Capsized on Lake Kivu: আফ্রিকার কিভু হ্রদে নৌকাডুবি, অতিরিক্ত যাত্রী নিয়ে জাহাজ উলটে পড়ল জলে, ডুবে মৃত ১২৬

মাঝ হ্রদে বিশাল জাহাজ ডুবে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১২৬ জন যাত্রীর। নিখোঁজ বহু। বৃহস্পতিবার সকালে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং রুয়ান্ডা-র সীমান্তে অবস্থিত কিভু হ্রদে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Boat Capsized on Lake Kivu in Congo (Photo Credits: X)

আফ্রিফার (Africa) কিভু হ্রদে (Lake Kivu) নৌকাডুবি। মাঝ হ্রদে বিশাল জাহাজ (Vessel) ডুবে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১২৬ জন যাত্রীর। নিখোঁজ বহু। বৃহস্পতিবার সকালে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং রুয়ান্ডা-র সীমান্তে অবস্থিত কিভু হ্রদে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

জানা যাচ্ছে, এমভি মের্ডি নামের জাহাজটি মিনোভা শহর থেকে রওনা দিয়েছিল। কিভু পার করে কিতুকু বন্দরের দিকে যাওয়ার পথে ঘটে বিপত্তি। ওই জাহাজে ছিল প্রায় ৪৫০ জন যাত্রী। মাঝ হ্রদে নৌকাডুবির একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে, যাত্রী বোঝাই বিশাল জাহাজটি (Vessel) ক্রমশ একদিকে হেলতে শুরু করে। আতঙ্কে যে যার মত জাহাজের মাথায় উঠতে চেষ্টা করছে। তবু বিপদ আটকানো গেল না। হ্রদের মধ্যে তলিয়ে গেল যাত্রী বোঝাই জাহাজ। প্রয়োজনের অতিরিক্ত যাত্রী বহন করায় এই অঘটন ঘটেছে বলে খবর।

কিভু হ্রদে নৌকাডুবি, মৃত ১২৬... 

উদ্ধারকাজে নেমে প্রাথমিকভাবে ৭৮টি মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরিবর্তীকালে  সেই সংখ্যা আরও বাড়ে। কিভুতে নৌকাডুবির জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬। জারি রয়েছে উদ্ধারকাজ। এখনও অবধি ৪৫ জনকে জল থেকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।