Black Moon or Solar Eclipse on 30 December 2024? আকাশ থাকবে কালো, চাঁদের আলোও কমতে শুরু করবে, বছর শেষে কালো চাঁদের হাতছানি

৩০ ডিসেম্বর বিকেল ৫.২৭ মিনিট থেকে ভোর ৩.৫৭ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক মুন আকাশে থাকবে। ব্ল্যাক মুন বিরল ঘটনা হলেও, এটি চন্দ্রগ্রহণ নয়। অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মাঝে এই ঘটে যাওয়া মহাজাগতিক ঘটনাকে কখনওই গ্রহণ নামে দাগিয়ে দেওয়া যাবে না।

Representational Image (Photo Credit: File Photo)

দিল্লি, ৩১ ডিসেম্বর: বছরের শেষে চোখে পড়তে পারে ব্ল্যাক মুন (Black Moon)। আকাশে ফুটে উঠতে পারে কালো চাঁদ। ৩০ ডিসেম্বর এই ব্ল্যাক মুন আকাশে ফুটে উঠবে বলে জানা যাচ্ছে। ৩০ ডিসেম্বর আমেরিকায় দেখা যেতে পারে এই কালো চাঁদ। তবে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপে এই ব্ল্যাক মুন আকাশে ফুটে উঠবে ৩১ ডিসেম্বর। অর্থাৎ এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মানুষ এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবেন বছরের একেবারে শেষ দিনে।

জানা যাচ্ছে, ৩০ ডিসেম্বর বিকেল ৫.২৭ মিনিট থেকে ভোর ৩.৫৭ মিনিট পর্যন্ত এই ব্ল্যাক মুন আকাশে থাকবে। ব্ল্যাক মুন বিরল ঘটনা হলেও, এটি চন্দ্রগ্রহণ নয়। অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মাঝে এই ঘটে যাওয়া মহাজাগতিক ঘটনাকে কখনওই গ্রহণ নামে দাগিয়ে দেওয়া যাবে না।

তবে ব্ল্যাক মুন-এর এই ঘটনাকে খালি চোখে দেখা যাবে না বলেই জানিয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। ব্ল্যাক মুন যখন আকাশে দেখা যাবে, সেই সময় থাকবে অন্ধকার। চাঁদের আলোও কম থাকবে। কালো আকাশ এবং চাঁদের আলো কম থাকার মাঝেই এই ব্ল্যাক মুনের মত ঘটনা মানুষের চোখে পড়বে বলে জানা যাচ্ছে।