Bill Gates: রুটি বানাচ্ছেন বিল গেটস, মাইক্রোসফট ছেড়ে হেঁশেলের দায়িত্বে!

Bill Gates is making roti with Chef Eitan (Photo Credits: Bill Gates/Twitter)

বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় প্রথম দশে বিরাজ করেন তিনি। সুখ স্বাছন্দ অর্থ কোন কিছুরই অভাব নেই জীবনে। মাইক্রোসফট এর সহপ্রতিষ্ঠাতা কোটিপতি বিল গেটসকে (Bill Gates) সম্প্রতি দেখা দিয়েছে মাইক্রোসফট ছেড়ে হেঁশেলের দায়িত্ব সামলাচ্ছেন। একেবারে ভারতীয় কায়দায় বেলন চাকি দিয়ে বেলে রুটি বানাতে দেখা গেল বিল গেটসকে। তাঁর এমন কাণ্ড দেখে হতবাক সকলেই। কিন্তু মাইক্রোসফটের গুরুভার ছেড়ে বিল গেটস হেঁশেলে রুটি বানাচ্ছেন কার জন্যে?

আরও পড়ুনঃ নয়নতারাকে নিয়ে মুখ খুললেন শাহরুখ খান, যা যা বললেন

সম্প্রতি বিল গেটসকে (Bill Gates) রুটি বানাতে দেখে মাথায় হাত নেটবাসীর। তবে শুধু রুটি বানিয়েছেন তা নয়। রুটি সেঁকে সেটিকে ঘি দিয়ে ভেজে তরকারি দিয়ে আয়েস করে খেলেন তিনি। সদ্য রান্নাঘরে বিল গেটসকে দেখা গিয়েছে জনপ্রিয় আমেরিকান শেফ এইটান (Eitan)। তাঁর থেকেই ভারতীয় পদ্ধতিতে একেবারে হাতে কলমে রুটি বানানো শিখলেন বর্ষীয়ান শিল্পপতি।

কেমন করে রুটি বানাচ্ছেন বিল গেটস? দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Bill Gates (@thisisbillgates)

আরও পড়ুনঃ বিয়ের তোরজোড় তুঙ্গে, সপরিবারে রাজস্থানের পথে কিয়ারা আডবানি

মাইক্রোসফট সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের  (Bill Gates)রুটি বানানোর ভিডিয়ো নেটপাড়ায় উঠে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বিল গেটসের প্রশংসার ঝড় তুলেছেন নেটবাসী