Covaxin: কোভ্যাক্সিন টিকার জরুরি ব্যবহারে অনুমোদন চেয়ে আমেরিকায় আবেদন ভারত বায়োটেকের

১৮ বছরের কম বয়সিদের জন্য কোভ্যাক্সিন (Covaxin) টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আমেরিকায় আবেদন। ভারত বায়োটেকের (Bharat Biotech) মার্কিন অংশীদার ওকুজেন (Ocugen) জানিয়েছে যে তারা এই আবেদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন তৈরি ও বিক্রির জন্য এই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিল ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।

Covaxin (File Photo)

ওয়াশিংটন, ৬ নভেম্বর: ১৮ বছরের কম বয়সিদের জন্য কোভ্যাক্সিন (Covaxin) টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আমেরিকায় আবেদন। ভারত বায়োটেকের (Bharat Biotech) মার্কিন অংশীদার ওকুজেন (Ocugen) জানিয়েছে যে তারা এই আবেদন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোভ্যাক্সিন তৈরি ও বিক্রির জন্য এই সংস্থার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিল ভারতীয় টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।

ভারত বায়োটেকের ক্লিনিকাল লিড রেচেস এলা বলেছেন, "আমরা আমাদের অংশীদার অকুজেনের মাধ্যমে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA) কাছে আবেদন করতে পেরে আনন্দিত।"

ANI-র টুইট: 

৩ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অনুমোদন পেয়েছে কোভ্যাক্সিন (Covaxin)। এই টিকা ১৮ বছরের বেশি বয়সিদের দেওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র দেওয়ার পরই এই টিকাকে সবুজ সঙ্কেত দিয়েছে আমেরিকাও। ভারতে যাঁরা কোভ্যাক্সিন টিকা নিয়েছেন, তাঁরাও বিনা বাধায় আমেরিকা যেতে পারবেন। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ৮ নভেম্বর থেকে।

কোভ্যাক্সিনের অনুমোদন কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দেওয়া হচ্ছে না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা শুরু হয়। কোভ্যাক্সিন অনুমোদন না পেলে, ভারত থেকে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলিতে এ দেশের নাগরিকরা প্রবেশ করতে পারছিলেন না। ফলে ভারতীয়দের পাশাপাশি এ দেশের পড়ুয়াদেরও বেশ সমস্যা পড়তে হচ্ছিল।