Bangladesh Unrest: 'আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, যা রক্ষা করতে হবে', বললেন Muhammad Yunus

সোমবার ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। মুজিব-কন্যা বাংলাদেশ ছাড়ার পর সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের মুখোমুখি হন।

Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

ঢাকা, ৮ অগাস্ট: 'যে কোনও ধরনের হিংসা বন্ধ করতে হবে। বাংলাদেশ (Bangladesh) দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। যা আমাদের রক্ষা করতে হবে।' শপথ নেওয়ার আগে এমনই মন্তব্য করেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus )। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন মহম্মদ ইউনুস। তাঁর সঙ্গে আরও ১৪, ১৫ জন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব নিয়ে শপথ নেবেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে তাই প্যারিস থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন ইউনুস। নোবেলজয়ী ডাকায় পৌঁছলে বৃহস্পতিবারই তিনি দায়িত্বপ্রাপ্ত  সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন।

সোমবার ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা (Sheikh Hasina)। মুজিব-কন্যা বাংলাদেশ ছাড়ার পর সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াকার-উজ-জামান জানান, ছাত্ররা মহম্মদ ইউনুসকে দেশের বার নেওয়ার প্রস্তাব দেন। প্রথম দফায় তাতে রাজি না হলেও, পরে প্রস্তাব গ্রহণ করে বাংলাদেশে ফেরার তোড়জোড় শুরু করেন ৮০ বছরের নোবেলজয়ী। ইউনুস বলেন, বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। যেখানে হিংসা, দ্বেষকে বাদ রেখে ভালবাসার দ্বারা বাঁধতে হবে গোটা দেশের মানুষকে।