Bangladesh Unrest: 'দুঃসময়ে বন্ধু ভারত', জয়শঙ্করের মালদ্বীপ সফরে বার্তা পৌঁছল বাংলাদেশে

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২ দিনের মালদ্বীপ সফর সেরে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিতেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে জোর পদক্ষেপ শুরু করেন মুইজ্জু। এসবের সঙ্গেই এবার অশান্ত বাংলাদেশকে কার্যত বার্তা দিল মালদ্বীপ। তাদের প্রয়োজনে ভারত এগিয়ে গিয়েছে।

S Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ১২ অগাস্ট: এবার মালদ্বীপ (Maldives) সফর শেষ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। যা নিয়ে এবার মুখ খুললেন মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু (Muizzu)। তিনি বলেন, মালদ্বীপের স্বার্থ বিঘ্নিতহচ্ছে, এমন কোনও কাজ করবে না মালে। যেখানে মালদ্বীপের স্বার্থ জড়িয়ে, তার জন্য সমস্ত ধরনের পদক্ষেপ তিনি করবেন বলে জানান মুইজ্জু।

প্রসঙ্গত গত বছর মালদ্বীপে 'ইন্ডিয়া আউট ক্যাম্পেইন' শুরু হয়। যার জেরে মালের সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হতে শুরু করে। এবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মালদ্বীপ সফরের পরও মুইজ্জুর নেতৃত্বে মালে ফের দিল্লির বিরুদ্ধে বিক্ষোভ করবে? এমন প্রশ্নের উত্তরে মুইজ্জু বলেন, তাঁর দেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, এমন কোনও কাজ করা হবে না।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২ দিনের মালদ্বীপ সফর সেরে বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিতেই ভারতের (India) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে জোর পদক্ষেপ শুরু করেন মুইজ্জু। এসবের সঙ্গেই এবার অশান্ত বাংলাদেশকে কার্যত বার্তা দিল মালদ্বীপ। তাদের প্রয়োজনে ভারত এগিয়ে গিয়েছে। তাদের যখন অন্য দেশের সাহায্যের প্রয়োজন, সেই সময় চিন, আমেরিকা কিংবা পশ্চিমী বিশ্বের কোনও দেশ এগিয়ে যায়নি। একমাত্র ভারতই তাদের পাশে দাঁড়িয়েছে অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায়।

তুর্কী থেকে শুরু করে চিন, মালদ্বীপ প্রায় প্রত্যেকের দ্বারস্থ হয়েছে অর্থনৈতিক সাহায্যের জন্য। কিন্তু ভারত ছাড়া কোনও দেশ তাদের পাশে দাঁড়ায়নি। ফলে বাংলাদেশের (Bangladesh) প্রয়োজনে যে ভারতই তাদের পাশে দাঁড়াবে, সেই বার্তাও ঢাকার কাছে পৌঁছলেন মুইজ্জু।