Bangladesh: মালিবাগে অরক্ষিত রেললাইন, সোহাগ পরিবহনের বাসে ট্রেনের ধাক্কা (দেখুন ভিডিও)
সোহাগ পরিবহন সূত্রে জানানো হয়েছে রেলক্রসিংয়ের গেটম্যান প্রতিবন্ধক দণ্ড না ফেলায় দ্রুতগতির বাসটি রেললাইনের ওপর উঠে যায়। বাসটিতে যাত্রী ছিল না। তাঁরা বাসটি গ্যারেজে রাখার জন্য নিয়ে যাচ্ছিলেন।
রামপুরার দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস গতকাল বুধবার রাত নয়টার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে প্রতিবন্ধক দণ্ড না থাকায় সরাসরি রেললাইনে উঠে পড়ে। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সোহাগ পরিবহনের বাসটিকে ঠেলে অন্তত ২০০ গজ দূরে নিয়ে যায়। বাসটিতে গাড়িচালক ও খালাসি ছাড়া কোনো যাত্রী ছিল না।
সোহাগ পরিবহন সূত্রে জানানো হয়েছে রেলক্রসিংয়ের গেটম্যান প্রতিবন্ধক দণ্ড না ফেলায় দ্রুতগতির বাসটি রেললাইনের ওপর উঠে যায়। বাসটিতে যাত্রী ছিল না। তাঁরা বাসটি গ্যারেজে রাখার জন্য নিয়ে যাচ্ছিলেন।পুলিশের তরফ থেকে রমনা অঞ্চলের সহকারী কমিশনার তরিকুল ইসলামও একই কথা বলেন। পুলিশ বলেছে, বাসটি সামনে ও পেছনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে গেলেও কেউ হতাহত হননি।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরদৌস আহমেদ বিশ্বাস প্রথম আলোকে বলেন, রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত সারা দেশের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে মালিবাগের গেটম্যানকে খুঁজে পাওয়া যায়নি।