Bangladesh Protest: রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে আবারও অশান্ত বাংলাদেশ, রাতভর বিক্ষোভ বঙ্গ ভবনের সামনে (দেখুন ভিডিও)

সম্প্রতি ওপার বাংলার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন যে, প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফাপত্রের কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। উল্লেখ্য গত ৫ অগাস্ট বিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়েন হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করেন।

Bangladesh Protest 2210 (Photo Credit:X@ANI)

গত মঙ্গলবার থেকে ফের অশান্ত বাংলাদেশ। এবার রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ছড়াল ওপার বাংলায়। মঙ্গলবার দিনভর কয়েকশো বিক্ষোভকারী রাষ্ট্রপতি ভবন ভাঙচুরের চেষ্টা চালান এরপর রাতে রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বাংলাদেশে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতির প্রাসাদ বঙ্গ ভবন ঘেরাও করে। বিক্ষোভকারীরা বঙ্গভবনের বাইরে অবস্থান করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে স্লোগান দিতে শুরু করলে সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর বঙ্গভবনের সামনে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে হস্তক্ষেপ করে সেনা।বঙ্গভবনের গেট থেকে বিক্ষোভকারীদের সরে যেতে মাইকিং করে সেনা।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়েছেন ২ জন। সাউন্ড গ্রেনেডে জখম হয়েছেন আরও ১ জন। পুলিশের লাঠিচার্জে ৫ জন জখম হয়েছেন বলে খবর।

 

সম্প্রতি ওপার বাংলার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি বলেন যে, প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনার ইস্তফাপত্রের কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। উল্লেখ্য গত ৫ অগাস্ট বিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়েন হাসিনা। দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করেন। তবে সেই সময় পদত্যাগের কথা শোনা গেলেও এবার রাষ্ট্রপতি বলেন, হাসিনার পদত্যাগপত্রের কোনও প্রামাণ্য নথি তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এই বক্তব্যকে ঘিরেই নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ।