Bangladesh Protest: ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, গণভবনে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা, উত্তাল বাংলাদেশের ভবিষ্য়ত এবার কোনদিকে?
দেশ ছাড়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে চান। তবে সেই সময়ও তাঁকে দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। ফলে আগামী কয়েক দিনে বাংলাদেশের পরিস্থিতি কী হতে চলেছে, তা নিয়ে প্রত্যেকের নজর রয়েছে।
ঢাকা, ৫ অগাস্ট: ইস্তফা দিলেন বাংলাদেশের Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা? রিপোর্টে এমন খবরই প্রকাশ্যে আসতে শুরু করেছে। সূত্রের খবর, ৪৫ মিনিট হল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন। ইস্তফার সঙ্গে সঙ্গে দেশে ছাড়েন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশ ছাড়ার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দিতে চান। তবে সেই সময়ও তাঁকে দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। ফলে আগামী কয়েক দিনে বাংলাদেশের পরিস্থিতি কী হতে চলেছে, তা নিয়ে প্রত্যেকের নজর রয়েছে। এদিকে উত্তাল বাংলাদেশে কোনও ভারতীয় যাবেন না বলে আগেই সতর্কতা জারি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। এবার শেখ হাসিনার দেশ ছাড়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি কী হবে, সে বিষয়ে দিল্লির নজর রয়েছে।
দেখুন ট্যুইট...
উত্তাল বাংলাদশে যখন মৃতের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে, সেই সময় পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এমনই খবর মিলতে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক বর্ষীয়ান সহযোগীর তরফে। তবে এবার শেখ হাসিনার পদত্যাগ চেয়ে ফের নতুন করে আন্দোলন, বিক্ষোভ শুরু হয় বাংলাদেশে। যার জেরে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয় বলে খবর।
এদিকে শেখ হাসিনার বাসভবন গণভবনের গেট খুলে দিল বিক্ষোভকারীরা...