Bangladesh Protest: 'ফুটন্ত' বাংলাদেশে ঝরছে প্রাণ, দেশবাসীর নিরাপত্তায় ছুটি ঘোষণা হাসিনার, আওয়ামী লিগ সরকারের 'পতন' চাইছে শিক্ষক সংগঠনও
বিক্ষোভকারীদের অসহযোগ আন্দোলনের দাপট যখন বাড়ছে, সেই সময় হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে করা হল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জারি করা হয় কারফিউ। আগামী ৩ দিন বাংলাদেশে সব ছুটি থাকবে। সেই সঙ্গে ইন্টারনেট পরিষেবা কোনওভাবে চালু করা যাবে না বলে জানায় সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।
ঢাকা, ৫ অগাস্ট: ফুটছে বাংলাদেশ (Bangladesh)। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের (India) পড়শি দেশ। বাংলাদেশে সুস্থিতি ফেরাতে যখন বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে ক্ষমতাসীন আওয়ামী লিগ, সেই সময় পুলিশ এবং বিক্ষোভাকারীদের সংঘর্ষে একের পর এক প্রাণ ঝরতে শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে ১০০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন পুলিশ কর্মী রয়েছেন বলে খবর। রবিবার যে মৃতের সংখ্যা ৯৮ ছিল, সোম সকালে তা বেড়ে ১০০-র ঘর ছুঁয়ে ফেলে। সেই সঙ্গে আহত বহু।
বিক্ষোভ দমনেই সোম থেকে বুধ পর্যন্ত গোটা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের মানুষের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয় আওয়ামী সরকারের তরফে।
পড়ুয়াদের আন্দোলনকে 'মার্চ টু ঢাকা' বলে এবার অভিহিত করা হয়। যাঁদের একটিই দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ।
প্রসঙ্গত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সরব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের দাবি, শেখ হাসিনা সরকার পদত্যাগ করে, অভ্যন্তরীন সরকারের হাতে দায়িত্ব তুলে দিক।