Bangladesh Protest: শেখ হাসিনার পদত্যাগ চেয়ে উত্তাল বাংলাদেশ, ভারতের পড়শি দেশে নিহত প্রায় ৩০০
সোমবার বেলা গড়াতেই সেই সংখ্যা ৩০০-য় গিয়ে পৌঁছয় বলে খবর। মৃতদের মধ্যে পুলিশ, চিকিৎসক-সহ একাধিক পেশার মানুষ রয়েছেন বলে খবর। বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যেন কেউ এই মুহূর্তে সে দেশে না যান, সে বিষয়ে সতর্ক করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।
ঢাকা, ৫ অগাস্ট: বাংলাদেশে (Bangladesh) হু হু বাড়ছে মৃত্যুর সংখ্যা। রবিবার রাত থেকে সোম সকাল পর্যন্ত বাংলাদেশে ১০০ জনের মৃত্যুর খবর মেলে। সোমবার বেলা গড়াতেই সেই সংখ্যা ৩০০-য় গিয়ে পৌঁছয় বলে খবর। মৃতদের মধ্যে পুলিশ, চিকিৎসক-সহ একাধিক পেশার মানুষ রয়েছেন বলে খবর। বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে যেন কেউ এই মুহূর্তে সে দেশে না যান, সে বিষয়ে সতর্ক করা হয় বিদেশ মন্ত্রকের তরফে।
বিক্ষোভ দমনেই সোম থেকে বুধ পর্যন্ত গোটা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের মানুষের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয় আওয়ামী সরকারের তরফে।
পড়ুয়াদের আন্দোলনকে 'মার্চ টু ঢাকা' বলে এবার অভিহিত করা হয়। যাঁদের একটিই দাবি, শেখ হাসিনা সরকারের পদত্যাগ।
প্রসঙ্গত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনও শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সরব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের দাবি, শেখ হাসিনা সরকার পদত্যাগ করে, অভ্যন্তরীন সরকারের হাতে দায়িত্ব তুলে দিক।