IPL Auction 2025 Live

Bangladesh Protest: 'প্রত্যেকটি মৃত্যুর তদন্ত হবে', শেখ হাসিনা দেশ ছাড়তেই বললেন বাংলাদেশের সেনা প্রধান, কড়া সতর্কতা BSF-এর

শেখ হাসিনা ইস্তফা দিতেই ভারত, বাংলাদেশ সীমান্তের উপর কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ। উচ্চ পর্যায়ের সতর্কতা সীমান্তে জারির পর বিএসএফের ডিজি ইতিমধ্যেই কলকাতায় হাজির হয়েছেন।

Sheikh Hasina Left Country.jpg (Photo Credit: Twitter/Instagram)

ঢাকা, ৫ অগাস্ট:  ইস্তফা দিলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ইস্তফা দিয়ে বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পরপরই সাংবাদিক সম্মেলন করেন সে দেশের সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন। অভ্যন্তরীণ সরকার এই মুহূর্তে দেশ চালাবে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। দেশের প্রায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাঁরা কথা বলেছেন। এবার সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কেউ যাতে আর কোনও ধরনের ভাঙচুর বা ক্ষয়ক্ষতি না করেন, সে বিষয়েও আবেদন জানান সেনা প্রধান। পাশাপাশি যত মৃত্যু হয়েছে, তার প্রত্যেকটির হিসেব নেওয়া হবে বলেও সেবনা প্রধানকে মন্তব্য করতে শোনা যায়।

শুনুন কী বললেন বাংলাদেশের সেনা প্রধান...

 

আরও পড়ুন: Bangladesh Protest: ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা, গণভবনে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা, উত্তাল বাংলাদেশের ভবিষ্য়ত এবার কোনদিকে?

বাংলাদেশের সেনা প্রধান আরও বলেন, আর কোনও কারফিউয়ের প্রয়োজন নেই। জরুরি অবস্থাও অপ্রয়োজনীয়। সোনবার রাতের  মধ্যেই সমাধান বের করা হবে।

দেখুন ট্য়ুইট...

 

এদিকে

দেখুন ট্য়ুইট...