Bangladesh: চিন্ময়কৃ্ষ্ণের হয়ে লড়তে দেওয়া হচ্ছে না কোনও আইনজীবীকে, জেলেই বন্দি ইসকনের সন্ন্যাসী
২ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। কিন্তু কোনও আইনজীবী ইসকনের সন্ন্যাসীর পক্ষে দাঁড়িয়ে সওয়াল করতে চাননি। ফলে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন এক মাস পিছিয়ে যায়।
দিল্লি, ৩ ডিসেম্বর: চিন্ময় কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) পক্ষে মিলছে না কোনও আইনজীবী। অর্থাৎ ইসকনের (ISKCON) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনও আইনজীবী জোগাড় করা যায়নি। ফলে চিন্ময়কৃ্ষ্ণকে আদালতে তোলা হলেও, জামিন মেলেনি। ফলে আগামী মাসে পিছিয়ে গিয়েছে এই মামলার তারিখ। মিলছে এমন খবর।
জানা যাচ্ছে, ২ নভেম্বর চিন্ময়কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। কিন্তু কোনও আইনজীবী ইসকনের সন্ন্যাসীর পক্ষে দাঁড়িয়ে সওয়াল করতে চাননি। ফলে চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন এক মাস পিছিয়ে যায়। ২০২৫ সালের ২ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে বলে আদালতের তরফে জানানো হয়।
রিপোর্টে প্রকাশ, চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে যাতে সওয়াল করতে না পারেন, তার জন্য মিথ্যে অভিযোগে ৭০ জন হিন্দু আইনজীবীকে তলব করা হয়। ওই আইনজীবীরা যাতে কোনওভাবে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করতে না পারেন, তার ব্যবস্থা বাংলাদেশ (Bnagladesh) সরকার করে বলেও অভিযোগ করা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের তরফে।