Bangladesh: পাক জঙ্গিদের সঙ্গে আঁতাত, সেই কট্টর ভারত বিরোধী পিন্টুকে জেল থেকে মুক্ত করল বাংলাদেশ

শেখ হাসিনা সরকার আসার পর ২০০৪ সালে আবদুস সালাম পিন্টুকে গ্রেফতার করা হয়। পিন্টুর যাতে যাবজ্জীবন কারাণ্ড হয়, সে বিষয়ে নির্দেশ দেয় আদালত।

Nobel Laureate Muhammad Yunus (Photo Credit: X)

ঢাকা, ২৪ ডিসেম্বর: ভারত (India) বিরোধী আবদুস সালাম পিন্টুকে মুক্ত করল বাংলাদেশ (Bangladesh)। বিনপির (BNP) প্রাক্তন মন্ত্র আবদুস সালাম পিন্টু ভারত বিরোধী পাকিস্তানি জঙ্গিদের সাহায্য করত। পাক অধিকৃত কশ্মীরে থাকা একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে আবদুস সালাম পিন্টু ভারতে যাতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি করা যায়, সেই চেষ্টা চালাতে শুরু করে। পাকিস্তানি (Pakistani) জঙ্গি সংগঠন হুজির সঙ্গে হাত মিলিয়ে ভারতে নাশকতা তৈরির চেষ্টা চালায় আবদুস সালাম পিন্টু।

যার জেরে বাংলাদেশে শেখ হাসিনা সরকার আসার পর ২০০৪ সালে আবদুস সালাম পিন্টুকে গ্রেফতার করা হয়। পিন্টুর যাতে যাবজ্জীবন কারাণ্ড হয়, সে বিষয়ে নির্দেশ দেয় আদালত। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হলে এবার সেই ভারত বিরোধী পিন্টুকে মুক্ত করল মহম্মদ ইউনুস সরকার।

প্রসঙ্গত বাংলাদেশ, ইজরায়েল, নিউজিল্যান্ড, আমেরিকা এবং ব্রিটেনে পাকিস্তানি জঙ্গি সংগঠন হুজির কার্যকলাপ অব্য়াহত। ভারতের পাশাপাশি এই দেশগুলিতেও হুজি সন্ত্রাসবাদ ছড়াতে সিদ্ধহস্ত বলে খবর। সেই হুজির হয়ে অর্থ জোগাড় করার কাজে সিদ্ধহস্ত ছিল এই আবদুস সালাম পিন্টু। এবার সেই ভারত বিরোধী পিন্টুকেই জেল থেকে মুক্ত করল মহম্মদ ইউনুস সরকার।