Bangladesh Job Quota Protest: বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে শান দিতে বিক্ষোভ কর্মসূচি, ৫৩ বাংলাদেশিকে জেলে পাঠাল সংযুক্ত আরব আমিরশাহী
আবুধাবি ফেডারেল আপিল আদালত তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫৩ জন বাংলাদেশি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড এবং অন্যজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে।
বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের (Bangladesh Job Quota Protest) উত্তাপ এখনও কমেনি, তার মাঝেই এবার অবাক করা সিদ্ধান্ত নিল সংযুক্ত আমির আরবশাহী সরকার (UAE)। এবার সংযু্ত আরব আমিরশাহীতে ৫০ জন বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। যার মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে খবর। সংযুক্ত আরব আমিরশাহীতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ, বিক্ষোভের জেরেই ওই ৫০ জনকে কারাদণ্ড দেওয়া হয় বলে জানা যায়।
অভিযুক্ত বাংলাদেশিরা সাজা ভোগের পর যাতে কোনওভাবে সংযুক্ত আরব আমিরশাহীতে থাকতে না পারে, সে বিষয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সাজা ভোগের পর সংযুক্ত আরব আমিরশহী থেকে ওই ৫০ জনকে বেরিয়ে যেতে হবে বলে স্পষ্ট জানানো হয়।
সূত্রের খবর, বাংলাদেশ সরকারের কোটা নীতির বিরুদ্ধে এই ৫০ জন বৃহত্তর বিক্ষোভ, আন্দোলনের জোগাড় করছিল। যে খবর পেতেই তাঁদের সাজা ঘোষণা করে সংযুক্ত আরব আমিরশাহী সরকার।