Bangladesh Job Quota Protest: কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ১১ দিন পর চালু ইন্টারনেট পরিষেবা

প্রায় ১১ দিন পর ফের ইন্টারনেট পরিষেব চালু করা হয় বাংলাদেশে। ১১ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর সে দেশের মন্ত্রী জুনেদ আহমেদের নির্দেশে ফের পরিষেবা চালু হয়। রিপোর্টে এমনই তথ্য মিলছে।

Bangladesh....jpg (Photo Credit: Twitter)

ঢাকা, ২৯ জুলাই: কোটা বিরোধী আন্দোলন (Bangladesh Job Quota Protest) নিয়ে উত্তাল বাংলাদেশ (Bangladesh)। কোটা বিরোধী আন্দোলনের জেরে এখনও পর্যন্ত বাংলাদেশে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যা নিয়ে উত্তপ্ত বাংলাদেশ। কোটা বিরোধী আন্দলনের জেরে উত্তেজনা রদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ১১ দিন পর ফের ইন্টারনেট পরিষেব চালু করা হয় বাংলাদেশে। ১১ দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর সে দেশের মন্ত্রী জুনেদ আহমেদের নির্দেশে ফের পরিষেবা চালু হয়। রিপোর্টে এমনই তথ্য মিলছে।

ইন্টারনেট পরিষেবা চালু হলেও, ফেসবুক, টিকটক, হোয়াটস অ্যাপের মত সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলি নিয়ে বিধিনিষেধ চালু করা হয়েছে। বাংলাদেশের মন্ত্রী জানান, ২৯ জুলাই থেকে ইন্টারনেট পরিষেবা নতুন করে চালু হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী বাদবাকি ব্যবস্থা করা হবে  বলে জানান বাংলাদেশের মন্ত্রী।