Bangladesh: যশোরেশ্বরী মন্দিরে কালী মূর্তিকে পরিয়েছিলেন সোনার মুকুট, বাংলাদেশ থেকে চুরি গেল মোদীর দেওয়া উপহার

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ যশোরেশ্বরীর পুরোহিত মন্দির ছাড়েন। বৃহস্পতিবার পুরোহিত মন্দির ছাড়ার পর সেখানে সাফাই কর্মীরা যান।

Narendra Modi In Bangladesh (Photo Credit: ANI/X)

দিল্লি, ১১ অক্টোবর: এবার নরেন্দ্র মোদীর (Narendra Modi) দেওয়া কালী মূর্তির মুকুট চুরি হয়ে গেল বাংলাদেশ (Bangladesh) থেকে। ২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী মোদী যে মুকুট দিয়েছিলেন যশোরেশ্বরী মন্দিরে, এবার তা চুরি হয়ে যায় কালী মূর্তির মথা থেকে। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া মুকুট কীভাবে চুরি হল বা কারা করল, তা নিয়ে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ যশোরেশ্বরীর (Jeshoreshwari Temple) পুরোহিত মন্দির ছাড়েন। বৃহস্পতিবার পুরোহিত মন্দির ছাড়ার পর সেখানে সাফাই কর্মীরা যান। সাফাই কর্মীরা সেখানে গিয়ে লক্ষ্য করেন, মূর্তির মাথায় কোনও মুকুট নেই। তখন থেকে শুরু হয় চাঞ্চল্য। এরপরই পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

কে বা কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে খোঁজ করতে স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই চোর সনাক্ত করা হবে বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত সোনা, রূপোর পাত দিয়ে তৈরি করা মুকুট যশোরেশ্বরী মন্দিরের কালী মূর্তির মাথায় পরিয়ে দেন নরেন্দ্র মোদী। যে ৫১ শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে একটি এই যশোরেশ্বরী মন্দির। যাঁকে যশোরের দেবী হিসেবে অভিহিত করা হয়।