Bangladesh: বাংলাদেশে হিন্দুদের উপর 'অত্যাচার' চলছেই; চিন্ময়কৃষ্ণের আইনজীবী রমেন রায়কে নির্মভাবে মারধর, ভর্তি আইসিইউতে

ইসকন কলকাতার তরফে জানানো হয়েছে, রমেন রায় বর্তমানে আইসিইউতে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকে রমেন রায়ের জন্য প্রার্থনী করুন। চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আদালতে লড়াই করতে যাওয়াই রমেন রায়ের 'অপরাধ'। সেই কারণেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানানো হয় ইসকন কলকাতার তরফে।

Chinmoy Krishna Das’ Advocate Ramen Roy (Photo Credit: X)

ঢাকা, ৩ ডিসেম্বর: চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) আইনজীবী রমেন রায়কে মারধর করা হল। বাংলাদেশের (Bangladesh) একাধিক জায়গায় সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাঝে এবার চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়কে (Ramen Roy) মারধরের অভিযোগ ওঠে। বর্তমানে রমেন রায়ের চিকিৎসা চলছে হাসপাতালে। জানা যাচ্ছে, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী হয়ে আদালতে হাজির হওয়ায়, রমেন রায়ের বাড়িতে হামলা চালানো হয়। তাঁকে নির্মমভাবে মারধর করা হয়। রমেন রায়ের বাড়িও ভাঙচুর করা হয় বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় রমেন রায়কে এরপর ভর্তি করা হয় হাসপাতালে।

ইসকন (ISKCON) কলকাতার তরফে জানানো হয়েছে, রমেন রায় বর্তমানে আইসিইউতে ভর্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকে রমেন রায়ের জন্য প্রার্থনী করুন। চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে আদালতে লড়াই করতে যাওয়াই রমেন রায়ের 'অপরাধ'। সেই কারণেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে জানানো হয় ইসকন কলকাতার তরফে।

আরও পড়ুন: Bangladesh: চিন্ময়কৃ্ষ্ণের হয়ে লড়তে দেওয়া হচ্ছে না কোনও আইনজীবীকে, জেলেই বন্দি ইসকনের সন্ন্যাসী

এদিকে চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে কোনও আইনজীবীকে লড়তে দেওয়া হচ্ছে না। ফলে এবারও জামিন মেলেনি ইসকনের সন্ন্যাসীর। আগামী ২ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে বলে আদালতের তরফে জানানো হয়।



@endif