Muhammad Yunus: আমাদের একমাত্র লক্ষ্য অতীতের ভুলগুলি শুধরে শক্তিশালী দেশ তৈরি করা, মন্তব্য মহম্মদ ইউনুসের

Muhammad Yunus.jpg (Photo Credit: Instagram)

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখলেন বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। এদিন তাঁর বক্তব্য যেমন উঠে এল রোহিঙ্গা ইস্যু, তেমনই আবার বাংলাদেশের বর্তমান আর্থিক পরিস্থিতি। তবে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয় নিয়ে তিনি কার্যত নীরব। এদিন ইউনুস বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকারের সাহায্যে রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরাতে বদ্ধ পরিকর বাংলাদেশ। মায়নমারের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। ফলে আগামীদিনে প্রত্যাবাসনের পরিস্থিতি হওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।

এছাড়া বর্তমানে দেশের পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন ইউনুস। তিনি বলেন, প্রশাসনের এখন প্রধান লক্ষ্য দেশের মানুষরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, কোনও ভয় ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করে পছন্দমতো প্রার্থীদের নির্বাচিত করতে পারে। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশকে পুনর্গঠন করার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কাঁধে। রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে চাইছে দেশের নাগরিক।

ইউনুস আরও বলেন, আমাদের এখন একটাই লক্ষ্য অতীতে ভুলগুলি শুধরে নতুন বাংলাদেশ তৈরি করা। যেখানে শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়সঙ্গত সমাজ থাকবে। যেখানে কারোর ভয় কাজ করবে না।