Bangladesh: একে-একে মুছছে সব চিহ্ন, বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার 'ছাত্রলীগ'
সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়, 'সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হল।'
নয়াদিল্লিঃ বাংলাদেশ(Bangladesh) থেকে একে-একে মুছছে শেখ হাসিনার(Sheikh Hasina) সব চিহ্ন। এ বার তাঁর দল আওয়ামি লীগের শাখা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে(Student League) নিষিদ্ধ করা হল সে দেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিকদের দাবি মেনেই হাসিনার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে ইউনূস সরকারের বিরুদ্ধে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, হত্যা ও যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল ছাত্রলীগ। যার সব তথ্যপ্রমাণ দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, বেশকিছ্য ঘটনায় এই লীগের নেতাকর্মীদের অপরাধ আদালতেও প্রমাণ হয়েছে। সরকারের তরফে আরও বলে হয়েছে,চলতি বছরের ১৫ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণের উপর বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে।শতশত মানুষের জীবন বিপন্ন হয়েছে। সরকারের কাছে এই ঘটনার যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়, 'সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হল।'
একে-একে মুছছে চিহ্ন, বাংলাদেশে নিষিদ্ধ হাসিনার 'ছাত্রলীগ'