Bangladesh Former PM Sheikh Hasina: অন্তরাল ভাঙলেন শেখ হাসিনা? চট্টগ্রামে আইনজীবী হত্যা, চিন্মকৃষ্ণের গ্রেফতারির তীব্র নিন্দা মুজিব-কন্যার
বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম শেখ হাসিনার কোনও বক্তব্য প্রকাশ্যে এল। বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে খবর। ভারতে থাককালীন এই প্রথম হাসিনার কোনও বক্তব্য আওয়ামী লিগের সোশ্যাল হ্যান্ডেলের তরফে তুলে ধরা হল।
দিল্লি, ২৮ নভেম্বর: বাংলাদেশের (Bangladesh) আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রেক্ষিতে এবর মুখ খুললেন শেখ হাসিনা (Sheikh Hasina)। আইনজীবী সাইফুল ইসলামের হত্যার পর ওই ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি প্রকাশ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, 'চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে দ্রুত শাস্তি দিতে হবে। এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে যারা পিটিয়ে হত্যা করেছে তারা সন্ত্রাসী। তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে।' প্রসঙ্গত বাংলাদেশ ছাড়ার পর এই প্রথম শেখ হাসিনার কোনও বক্তব্য প্রকাশ্যে এল। বাংলাদেশ ছাড়ার পর থেকে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে খবর। ভারতে থাককালীন এই প্রথম হাসিনার কোনও বক্তব্য আওয়ামী লিগের সোশ্যাল হ্যান্ডেলের তরফে তুলে ধরা হল।
আরও পড়ুন: Bangladesh: আইনজীবী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ, গ্রেফতার ২৭ জন
আইনজীবী হত্যায় কী লিখলেন শেখ হাসিনা দেখুন...
এসবের পাশাপাশি ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিরও প্রতিবাদ করেন শেখ হাসিনা। সেই সঙ্গে বাংলাদেশে মন্দির, মঠ, গির্জা পুড়িয়ে দেওয়ার মত ঘটনারও প্রতিবাদ করতে শোনা যায় শেখ হাসিনাকে।