Baba Vanga: পরমাণু বিপর্যয়, মারণ রোগব্যাধি নেমে আসতে পারে পৃথিবীতে, বাবা ভাঙ্গা ভবিষ্যতবাণী নিয়ে শোরগোল
বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী অনুযায়ী, ২০২৩ সালে পৃথিবীতে যে পরমাণু দুর্যোগ নেমে আসবে, তার জেরে এশিয়া মহাদেশের আকাশ, বায়ু সব বিষাক্ত হয়ে উঠবে। যে বায়ুদূষণ থেকে মারণ রোগব্যাধি মানুষের মধ্যে ছড়াতে শুরু করবে বলে বিশ্বাস করেন বাবা ভাঙ্গার অনুগামীরা।
ফের বাবা ভাঙ্গা-কে (Baba Vanga) নিয়ে শোরগোল শুরু হয়েছে। ২০২৩ সালে বড়সড় পরমাণু বিপর্যয় ঘটতে পারে। এমন ভবিতব্য আগেই করেন এই অন্ধ সন্ন্যাসীনি। বুলগেরিয়ার অন্ধ সন্ন্যাসীনির ভবিষ্যতবাণী অনুযায়ী, ২০২৩ সালে পৃথিবীর মানুষ এমন কিছু প্রত্যক্ষ করতে পারেন, যে বিপর্যয় আগে কখনও হয়নি। আর সেখানেই এই সালে বড়সড় পরমাণু বিপর্যয়ের উল্লেখ করেন বাবা ভাঙ্গা। বহু বছর আগে মৃত বাবা ভাঙ্গা যা যা বলে গিয়েছেন, বর্তমানে সেই সব দুর্যোগ পৃথিবীর বুকে নেমে আসতে শুরু করেছে বলেই অনুমান বিশ্বের বহু মানুষের। সেই কারণে ২০২৩ সালে যে পরমাণু বিপর্যয় নেমে আসার কথা বাবা ভাঙ্গা উল্লেখ করেন, তা বিশ্ববাসী প্রত্যক্ষ করতে পারে বলে অনুমান বহু মানুষের।
বাবা ভাঙ্গার ভবিষ্যতবাণী অনুযায়ী, ২০২৩ সালে পৃথিবীতে যে পরমাণু দুর্যোগ নেমে আসবে, তার জেরে এশিয়া মহাদেশের আকাশ, বায়ু সব বিষাক্ত হয়ে উঠবে। যে বায়ুদূষণ থেকে মারণ রোগব্যাধি মানুষের মধ্যে ছড়াতে শুরু করবে বলে বিশ্বাস করেন বাবা ভাঙ্গার অনুগামীরা।
পরমাণু বিপর্যয়ের পাশাপাশি এই সালে পৃথিবী নিজের কক্ষপথ পালটাতে পারে বলে ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙ্গা।
পৃথিবী কক্ষপথ পরিবর্তন করলে, তার প্রবাব সূর্যরশ্মির উপরও পড়বে। যার জেরে পরিবেশে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা।
২০২৩ সালে মারাত্মক সৌরঝড় হতে বলে ভবিষ্যতবাণী করেন বাবা ভাঙ্গা।
সৌরঝড়ের জেরে সূর্যের উপরও মারাত্মক প্রভাব পড়বে বলে আগে থেকেই বিশ্ববাসীকে সাবধান করেন বাবা ভাঙ্গা।