Pakistan Bomb Blast: পাকিস্তানে জমিয়ত উলেমার সভায় বোমা বিস্ফোরণে মৃত কমপক্ষে ৫০, ঘটনাস্থলের ভিডিয়ো; Video
জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সংগঠনের কর্মী সভায় বোমা বিস্ফোরণের ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
খাইবার পাখতুনখোয়া: জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) (Jamiat Ulema-e-Islam-Fazi (JUI-F) সংগঠনের কর্মী সভায় (worker's covention) বোমা বিস্ফোরণের (bomb blast) ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ জনের মৃত্যুর (killed) খবর পাওয়া গেছে। জখম হয়েছেন আরও ২০০ জনের বেশি। রবিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বাজাউর (Bajaur) অঞ্চলের খার (Khar) এলাকায়। মৃতদের মধ্যে স্থানীয় একজন জেইউআই-এফ নেতাও রয়েছে বলে জানা গেছে। তার নাম আমির জাইউল্লা জান।
জেলার জরুরি পরিষেবা দফতরের আধিকারিক সূত্রে জানা গেছে, রবিবার বাজাউর খার এলাকার দুবাই মোড়ের কাছে জমিয়ত-উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সংগঠনের কর্মী সভা চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। এর ফলে এখনও পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন ২০০ জনের বেশি। তাঁদের টিমরাগারা ও পেশোয়ারের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, পাকিস্তানের সংবাদ সংস্থা জিও নিউজের একজন ক্যামেরাম্যান সামিউল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে লোয়ার ডির এলাকায় অবস্থিত জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিস্ফোরণস্থলটি ঘিরে তদন্ত চালানো হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনার কারণ বা কারা করল তা জানা যায়নি। আরও পড়ুন: Israel: ইজরায়েল থেকে সোজা হাইস্পিড রেলে সৌদি আরব! ২৭ বিলিয়ন ডলারের প্রজেক্টের ঘোষণা নেতানিয়াহুর