Pilgrims Die During Hajj: সৌদি আরবে তীব্র তাপপ্রবাহ, হজে গিয়ে প্রচণ্ড গরমে মৃত্যু ১৪ জনের; নিখোঁজ ১৭
জর্ডনের বিদেশ মন্ত্রকের তরফে রবিবার জাানো হয়, সৌদি আরবে হজে গিয়ে তাঁদের ১৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১৭ জনের খোঁজ মিলছে না। তীব্র গরমে সানস্ট্রোক হয়েই ওই ১৪ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলেও জর্ডন সরকারের তরফে জানানো হয়েছে।
হজে গিয়ে তীব্র তাপপ্রবাহ (Heatwave) এবং গরমে মৃত্যু হল ১৪ জনের। সৌদি আরবে (Saudi Arabia) যখন প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ চলছে, সেই সময় পরপর ১৪ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়। মৃতরা প্রত্যেকে জর্ডনের নাগরিক বলে জানা যাচ্ছে। জর্ডন থেকে সৌদি আরবে হজ (Hajj) করতে গিয়েই ওই ১৪ জন প্রচণ্ড গরমে মৃত্যুর মুখে ঢলে পড়েন।
জর্ডনের বিদেশ মন্ত্রকের তরফে রবিবার জাানো হয়, সৌদি আরবে হজে গিয়ে তাঁদের ১৪ জন নাগরিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১৭ জনের খোঁজ মিলছে না। তীব্র গরমে সানস্ট্রোক হয়েই ওই ১৪ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে বলেও জর্ডন সরকারের তরফে জানানো হয়েছে।
সৌদি আরবের সঙ্গে জর্ডন সরকারের তরফে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে। জর্জনের যে নাগরিকদের হজ করতে গিয়ে মৃত্যু হয়েছে,তাঁদের দেহ দেশে ফেরানো হবে না, সৌদিতেই দাফন করা হবে, সে বিষয়ে চলছে আলোচনা।
প্রচণ্ড গরম ও তাপপ্রবাহে কষ্ট তীর্থযাত্রীদের...
জর্ডনের পাশাপাশি ইরানের ৫ নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে সে দেশের তরফে জানানো হয়েছে। যদিও হজ করতে গিয়ে যে ৫ ইরানির মৃত্যু হয়েছে, তার পিছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে এখনও কিছু তেহরান জানতে পারেনি বলে জানিয়েছে।
এদিকে সৌদি আরবের তরফে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি। সৌদি সরকারিভাবে এ বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করেনি। সৌদি সরকারের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, এ বছর হজ করতে গিয়ে ২৭৬০ জন তীর্থযাত্রী সানস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। তীব্র গরমের জেরেই এই পরিস্থিতি বলে জানায় সৌদি। পাশাপাশি প্রচণ্ড গরমে কোনও তীর্থযাত্রী যাতে সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত বাইরে না বের হন, সে বিষয়ে জানানো হয়েছে আবেদন।