Rwanda Flood: পূর্ব আফ্রিকার রুয়ান্ডায় ভয়াবহ বন্যা, মৃত কমপক্ষে ১০৯
পূর্ব ও মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডার উত্তর ও পশ্চিম প্রদেশে হওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসের জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেল।
রুগালি: পূর্ব ও মধ্য আফ্রিকার (East-Central Africa) দেশ রুয়ান্ডার (Rwanda) উত্তর ও পশ্চিম প্রদেশে হওয়া ভয়াবহ বন্যা (Flood) ও ভূমিধসের (landfall) জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ১০৯ জনের মৃত্যু (death) হয়েছে বলে জানা গেল। বন্যা বিপর্যস্ত এলাকা থেকে আরও বহু মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও মানুষকে উদ্ধার করার চেষ্টা করছে সেদেশের সরকার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত (Heavy rain) হচ্ছিল রুয়ান্ডার পশ্চিম প্রদেশে। গতকাল রাতে বৃষ্টিপাত হয় উত্তর প্রান্তেও। এর ফলে এই দুটি প্রদেশে থাকা নদীগুলির জল উপছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অনেক জায়গায় ভূমিধসও নামে।
প্রাকৃতিক এই বিপর্যয়ের জেরে দুটি প্রদেশের অনেক জায়গায় বাড়িঘর ভেঙে পড়েছে। বেশকিছু জায়গায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত পশ্চিম প্রদেশে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর উত্তর প্রদেশে মারা গেছে ১৪ জন।
এপ্রসঙ্গে রুয়ান্ডার এক মন্ত্রী মেরি সোলঞ্জ কায়িসায়ার জানান, তাৎক্ষণিক ত্রাণের কাজ শুরু হয়েছে। যাঁরা মারা গেছেন তাঁদের কবর দেওয়ার পাশাপাশি বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছনোর পাশাপাশি তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা চলছে। আরও পড়ুন: Serbia Shocker: সার্বিয়ার স্কুলে এলোপাথাড়ি গুলি খুদে বন্দুকবাজের, পড়ুয়া-সহ মৃত কমপক্ষে ৯