China Unveils Names of 4 PLA Martyrs: এতদিনে গলওয়ান ভ্যালিতে মৃত ৪ সেনার নাম প্রকাশ করল চিন
২০২০-র জুনমাসে গলওয়ান ভ্যালিতে (Galwan Valley) ভারতীয় সেনার সঙ্গে চিনের লালফৌজের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে চিনের পিপল লিবারেশন আর্মির চার সেনার মৃত্যু হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, এতদিনে গলওয়ান ভ্যালি সংঘর্ষে সেনার মৃত্যুর খবর স্বীকার করে নিল বেজিং। চিনার টপ মিলিটারি বডি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের তরফে গলওয়ান ভ্যালিতে প্রাণ হারানো চার সেনাকে মরনোত্তর সম্মান জানানো হবে। সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো সেনাদের হিরো সম্মানে ভূষিত করতে চলেছে বেজিং। সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস মৃত চার সেনার নামও প্রকাশ করেছে।
বেজিং, ১৯ ফেব্রুয়ারি: ২০২০-র জুনমাসে গলওয়ান ভ্যালিতে (Galwan Valley) ভারতীয় সেনার সঙ্গে চিনের লালফৌজের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে চিনের পিপল লিবারেশন আর্মির চার সেনার মৃত্যু হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, এতদিনে গলওয়ান ভ্যালি সংঘর্ষে সেনার মৃত্যুর খবর স্বীকার করে নিল বেজিং। চিনার টপ মিলিটারি বডি ও সেন্ট্রাল মিলিটারি কমিশনের তরফে গলওয়ান ভ্যালিতে প্রাণ হারানো চার সেনাকে মরনোত্তর সম্মান জানানো হবে। সীমান্ত রক্ষা করতে গিয়ে প্রাণ হারানো সেনাদের হিরো সম্মানে ভূষিত করতে চলেছে বেজিং। সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস মৃত চার সেনার নামও প্রকাশ করেছে। তারমধ্যে রয়েছে জিনজিয়াং মিলিটারি কম্যান্ডের রেজিমেন্টাল কম্যান্ডার কুই ফাবাও। বাকিরা হল চেন জিয়াং গ্রং, শিয়াও শিয়ায়ুন, ওয়াং জুয়ারেন। আরও পড়ুন-NASA's Perseverance Mars Rover Landing: মঙ্গলের মাটিতে নামছে নাসার রোভার পারসিভেব়্যান্স, দেখুন লাইভ স্ট্রিমিং ভিডিও
লালফৌজের বিরুদ্ধে গলওয়ান সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। গত ৪৫ বছরে ভারত চিনে মধ্যে এটাই সবথেকে ভয়ঙ্কর সীমান্ত সংঘর্ষ। ২০২০-র ১৫ জুন লালসেনার সঙ্গে সংঘর্ষে গলওয়ান ভ্যালিত শহিদ হওয়া ২০ জন ভারতীয় সেনার নাম শহিদবেদীতে উল্লেখিত হয়েছে।