Pakistan: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, মৃত সেনা আধিকারিক-সহ ৪
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জঙ্গিদের সঙ্গে দুটি ভিন্ন এলাকায় হওয়া লড়াইয়ের ফলে প্রাণ হারাল এক সেনা আধিকারিক ও দুজন জওয়ান।
খাইবার পাখতুনখোয়া: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa) জঙ্গিদের সঙ্গে দুটি ভিন্ন এলাকায় হওয়া লড়াইয়ের ফলে প্রাণ হারাল এক সেনা আধিকারিক (army officer) ও দুজন জওয়ান (soldiers)। পাকিস্তানি সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে এক জঙ্গিও।
পাকিস্তান সেনার মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (Inter-Services Public Relations) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে শুক্রবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্থান জেলার (North Waziristan district) মিরন শাহ (Miran Shah) এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল নিরাপত্তা সংস্থাগুলি। অভিযানের সময় একদল জঙ্গির (militants) সঙ্গে গুলির লড়াই শুরু হয় তাদের। এর জেরে এক জঙ্গি খতম হয় এবং জখম হয় আরও একজন। গুলির লড়াইয়ে একজন অফিসার ও দুই জওয়ানও প্রাণ হারায়। আরও পড়ুন: Santiago : মিনিবাসের সঙ্গে রেলের সংঘর্ষ, সান্তিয়াগোতে মৃত ৬