Kuwait: কুয়েতে আটকে পড়লেন অন্ধ্রের বাসিন্দা, দেশে ফেরার আর্জি জানিয়ে কেঁদে ফেললেন মহিলা

কবিতা যে বাড়িতে কাজ করেন, সেখান তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে রাখা হয়। তাঁকে খেতে দেওয়া হয় না। এমনকী তাঁর ন্যায্য টাকাও তাঁকে দেওয়া হয় না। ফলে বাড়িতেই বন্দি করে রাখা হয় অন্ধের বাসিন্দা ওই মহিলাকে। অত্যাচারের কথা বার বার এজেন্টকে বলেও কোনও সুরাহা হয়নি।

Kuwait Flag (Photo Credit: Wikipedia)

বিশাখাপত্তনম, ১৩ সেপ্টেম্বর: শারীরিকভাবে অসমর্থ স্বামী এবং সন্তানকে রেখে পেটের দায়ে কুয়েতে গিয়েছিলেন এক মহিলা। কুয়েতে (Kuwait ) যাওয়ার পর যে বাড়িতে তিনি কাজ শুরু করেন এবার সেখানকার লোকের কাছেই অত্যাচারের স্বীকার। এবার এমনই একটি ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)  আন্নামায়া জেলার বাসিন্দা কবিতা  সংসার চালাতে কুয়েতে গিয়েছিলেন এক এজেন্টকে ধরে। কুয়েতে যাওয়ার পর সেখানকার একটি বাড়িতে তিনি কাজ শুরু করেন। প্রথমদিকে সব ঠিক ছিল। ক্রমশ তাঁর উপর অত্যাচার শুরু হয় বলে খবর।

কবিতা যে বাড়িতে কাজ করেন, সেখান তাঁকে ঘণ্টার পর ঘণ্টা ধরে আটকে রাখা হয়। তাঁকে খেতে দেওয়া হয় না। এমনকী তাঁর ন্যায্য টাকাও তাঁকে দেওয়া হয় না। ফলে বাড়িতেই বন্দি করে রাখা হয় অন্ধের বাসিন্দা ওই  মহিলাকে। অত্যাচারের কথা বার বার এজেন্টকে বলেও কোনও সুরাহা হয়নি। ফলে কবিতা একটি ভিডিয়ো করে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী রাম প্রসাদ রেড্ডিকে সমস্ত ঘটনার কথা জানান। গোটা ঘটনার কথা জানার পর রাম প্রসাদ রেড্ডি কেন্দ্রীয়মন্ত্রী কোন্ডাপল্লী শ্রীনিবাসকে চিঠি লেখেন এবং ওই মহিলাকে নিরাপদে ভারতে ফেরানোর আর্জি জানান।