COVID-19 Resurgence In China: চিনে করোনার তাড়ণা, অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সাংহাই ডিজনি রিসর্ট
অতিমারী করোনার থাবা দীর্ঘ হতেই আজ সোমবার থেকে সামায়িকভাবে বন্ধ হয়ে গেল চিনের সাংহাই ডিজনি রিসর্ট (Shanghai Disney Resort)।
সাংহাই, ২১ মার্চ: অতিমারী করোনার থাবা দীর্ঘ হতেই আজ সোমবার থেকে সামায়িকভাবে বন্ধ হয়ে গেল চিনের সাংহাই ডিজনি রিসর্ট (Shanghai Disney Resort)। জিনহুয়া সংবা সংস্থা জানিয়েছে, রিসর্টের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী এই তালিকায় সাংহাই ডিসনিল্যান্ড, ডিজনি টাউন, উইশিং স্টার পার্ক রয়েছে। বিবৃতিতে এও বলা হয়েছে, যে ডিজনি রিসর্ট পুনরায় খোলার আগে ওতিথিদের সুবিধার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গত শনিবার সকালে সাংহাইয়ের ১৭ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। এছাড়াও স্থানীয়দের মধ্যে ৪৯২ জন আক্রান্তের সংবাদ মিলেছে, যাঁরা উপসর্গহীন। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী সাংহাই শহরে নয়া কোভিড বিধি বলবৎ হচ্ছে।