American Vaccines: বড় খবর! 'করোনার ভারতীয় ভ্যারিয়েন্টকে প্রতিরোধ করবে আমেরিকান ভ্যাকসিন'
ওয়াশিংটন, ১৯ মে: ভারত (India) জুড়ে করোনার যে ভ্যারিয়েন্ট দাপিয়ে বেড়াচ্ছে, তা প্রতিরোধে সক্ষম আমেরিকান ভ্যাকসিন (American Vaccines)৷ ভারতে করোনার যে B.1.617 ভ্য়ারিয়েন্টের দেখা মিলেছে, আমেরিকান ভ্যাকসিন তা প্রতিরোধ করতে পারে বলে দাবি করা হয়েছে সে দেশের স্বাস্থ্য দফতরের তরফে৷
করোনার (Corona) দ্বিতীয় ঢেউ কার্যত দাপিয়ে বেড়াচ্ছে গোটা ভারত জুড়ে৷ বার বার মিউটেশন ঘটিয়ে কোভিডের (COVID 19) যে ভ্যারিয়েন্ট প্রাণঘাতী হয়ে উঠেছে, তা প্রতিরোধ করতেই আমেরিকার ওই ভ্যাকসিন কার্যকরী বলে জানানো হয়েছে সে দেশের তরফে৷
আরও পড়ুন: Narada: নারদা মামলার শুনানি দুপুর ২টো থেকে
সম্প্রতি ভারতীয় ভ্যারিয়েন্টকে অত্যন্ত সংক্রমক এবং প্রাণঘাতী বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এরপরই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দুবাই, মালদ্বীপের তরফে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়৷ বাংলাদেশও আকাশপথ এবং সড়কপথে ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়৷ সবকিছু মিলিয়ে ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে প্রায় গোটা বিশ্বের৷