Amazon Layoffs: দুঃসংবাদ! ২০২৩ পর্যন্ত ছাঁটাই চলবে অ্যামাজনে, চাকরি হারাবেন বহু

২০২৩ সাল পর্যন্ত এই ছাঁটাই প্রক্রিয়া চলবে। কোম্পানির স্বাস্থ্য এবং উন্নতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান সিইও অ্যান্ডি জেসি।

Amazon (Photo Credit: Wikimedia Commons)

নিউ ইয়র্ক, ১৮ নভেম্বর: মার্কিন ই-বিসনেস সংস্থা অ্যামাজনে (Amazon) ছাঁটাই শুরু হয়েছে। কর্মীদের ইমেইল করে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানাচ্ছে অ্যামাজন। গণছাঁটাই শুরুর পর এই প্রথম মুখ খুললেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। অ্যান্ডি জানান,গোটা বিশ্ব জুড়ে অ্যামাজনের ১০ থেকে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে এই মুহূর্তে।  ২০২৩ সাল পর্যন্ত এই ছাঁটাই প্রক্রিয়া চলবে।  কোম্পানির স্বাস্থ্য এবং উন্নতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান অ্যান্ডি জেসি। কোম্পানির একাধিক বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হচ্ছে।  সংস্থার যে বিভাগগুলি দার্ঘদিন ধরে লোকসানের মুখ দেখছে, সেখান থেকেই কর্মী ছাঁটাই করা হচ্ছে বলে জানান অ্যান্ডি জেসি।

আরও পড়ুন: Amazon Layoffs: অ্যামাজনে শুরু গণছাঁটাই, চাকরি থাকছে না ১১ হাজার কর্মীর

এসবের পাশাপাশি জেসি আরও জানান, সংস্থার বহু কর্মীকে অন্য বিভাগে নিজেদের কাজ খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে।  কোম্পানির অন্য বিভাগে কাজে যদি ধাতস্ত না হতে পারেন, তাহলে তাঁকেও আগামী ২ মাসের মধ্যে অ্যামাজন ছাড়তে হবে বলে জানান জেসি।



@endif