Donald Trump: বিমানের কান ঘেঁষে ড্রোনের ওড়াউড়ি, ভাগ্যক্রমে দুর্ঘটনা এড়ালেন ডোনাল্ড ট্রাম্প

রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন বায়ুসেনার বিমানে ছিলেন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের লাগোয়া বিমানবন্দরে যখন অবতরণ করছে বায়ুসেনার বিমান ঠিক তখনই কাছাকাছি চলে আসে একটি ড্রোন। উপস্থিতবুদ্ধির সৌজন্য দুর্ঘটনা এড়ান পাইলট। বিমানটি রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে ৫৪ মিনিটে যখন অবতরণ করছে সেই সময় যাত্রীদের নজরে আসে ড্রোনটি। বিমানের ডানার কাছাকাছি হলুদ কালোরঙা ড্রোনটি উড়ছিল। নিউজার্সির বেডমিনিস্টারে উইকএন্ড কাটিয়ে ওই বিমানেই ওয়াশিংটনে ফিরছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: ANI)

ওয়াশিংটন, ১৮ আগস্ট: রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মার্কিন বায়ুসেনার বিমানে ছিলেন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের লাগোয়া বিমানবন্দরে যখন অবতরণ করছে বায়ুসেনার বিমান ঠিক তখনই কাছাকাছি চলে আসে একটি ড্রোন। উপস্থিতবুদ্ধির সৌজন্য দুর্ঘটনা এড়ান পাইলট। বিমানটি রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে ৫৪ মিনিটে যখন অবতরণ করছে সেই সময় যাত্রীদের নজরে আসে ড্রোনটি। বিমানের ডানার কাছাকাছি হলুদ কালোরঙা ড্রোনটি উড়ছিল। নিউজার্সির বেডমিনিস্টারে উইকএন্ড কাটিয়ে ওই বিমানেই ওয়াশিংটনে ফিরছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে নিউইয়র্ক হাসপাতালেও যান তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প।  আরও পড়ুন-Mukesh Ambani: টেসলা সিইও ইলন মাস্কের তুঙ্গে বৃহস্পতি, বিশ্বের ৬ নম্বর ধনীর তালিকায় নামলেন মুকেশ আম্বানি

এদিকে প্রেসিডেন্টের বিমানের প্রায় নাক ঘেঁষে চলে গেল ড্রোন। অথচ তানিয়ে কোনও রিপোর্টই জমা করেনি সিক্রেট সার্ভিস। এর আগেও বেশ কয়েকবার ড্রোনের ধাক্কা খেতে খেতে বেঁচেছে বায়ুসেনার বিমান। তবে এর জেরে কোনও বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়নি। ড্রোনের আঘাতে খুব বেশি হলে বিমানের ককপিটের উইনশিল্ড বাঙতে পারে পা ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবছরএনিয়ে  ফেডারেল অসমারিক বিমান প্রশাসনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়ে। কোন ড্রোনটি সংরক্ষিত এলাকায় একেবারে বিমানের গা ঘেঁষে উড়েছে। মূলত ভুক্তভোগী বিমানের পাইলটরাই অভিযোগগুলি করে থাকেন। মূলত ওয়াশিংটনের আকাশে মাটি থেকে ৪০০ ফুটের উপরে পাইলটেড বিমানের ওড়ার অনুমতি নেই।



@endif