Yemen On Houthis: লোহিত সাগরে জাহাজের উপর ক্রমাগত হামলা, হাউতিদের বিরুদ্ধে 'গ্রাউন্ড অপারেশনের' ডাক ইয়েমেনের

শুক্রবার হাউতিদের তরফে জানানো হয়, লোহিত সাগরে একটি মার্কিন জাহাজের উপর হামলা চালানো হয়েছে। গাল্ফ অফ এডেনে যে মাার্কিন জাহাজ ছিল, তার উপর হামলা হয়েছে বলে জানানো হয় হাউতিদের তরফে।

Red Sea (Photo Credit: Twitter)

হাউতিদের (Houtis) বিরুদ্ধে এবার চলবে গ্রাউন্ড অপারেশন। লোহিত সাগরে একাধিক জাহাজের উপর হাউতিদের ক্রমাগত হামলার জেরে এবার ওই জঙ্গিদের বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন শুরু হবে বলে ইয়েমেনের (Yemen) তরফে জানানো হয়। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের নেতা বলেন, হাউতিদের বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন চালাতে বিদেশি শক্তির সাহায্য চান তাঁরা। শুক্রবার হাউতিদের তরফে জানানো হয়, লোহিত সাগরে একটি মার্কিন জাহাজের উপর হামলা চালানো হয়েছে। গাল্ফ অফ এডেনে যে মাার্কিন জাহাজ ছিল, তার উপর হামলা হয়েছে বলে জানানো হয় হাউতিদের তরফে।

আরও পড়ুন: US, UK's Airstrike Against Houthis: ইয়েমেনে হাউতি জঙ্গি ঘাঁটিতে আমেরিকার বিধ্বংসী হামলা, নিহত ৫

যদিও আমেরিকার পালটা দাবি,  মার্কিন জাহাজ লক্ষ্য করে হাউতিরা যে মিসাইল ছোঁড়ে, তার আঘাত লাগেনি। মিসাইল ভুল লক্ষ্যে আছড়ে পড়েছে। তাই জাহাজের কোনও ক্ষতি হয়নি বলে দাবি করে আমেরিকা।

সম্প্রতি হাউতিদের লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে আমেরিকা। ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের মার্কিন জাহাজে পালটা হামলা চালানো হয়। যা নিয়ে লোহিত সাগর ফের অশান্ত হয়ে উঠতে শুরু করেছে।