Canada: মোদী, ট্রুডো বৈঠক শেষ হতেই কানাডায় ফের 'ভারত বিরোধী' স্লোগান খালিস্তানিদের, দেখুন

ভ্যাঙ্কুভারে গুরপাতওয়াত পান্নু টভারত বিরোধীট মিছিলের আয়োজন করে। যেখানে খালিস্তানিদের সমর্থনে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও খালিস্তানি জঙ্গিরা সুর চড়ায়।

Khalistan Referendum event in Canada (Photo Credit: Twitter)

দিল্লি, ১১ সেপ্টেম্বর: জি ২০ সম্মেলনে নরেন্দ্র মোদী এবং জাস্টিন ট্রুডোর বৈঠক শেষ হতেই ফের 'ভারত বিরোধী' কার্যকলাপ কানাডায়। ভ্যাঙ্কুভারে গুরপাতওয়াত পান্নু 'ভারত বিরোধী' মিছিলের আয়োজন করে। যেখানে খালিস্তানিদের সমর্থনে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও খালিস্তানি জঙ্গিরা সুর চড়ায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের চাঞ্চল্য ছড়ায়। ভ্যাঙ্কুভারে যখন 'ভারত বিরোধী' স্লোগান উঠতে শুরু করে,  সেই সময় খালিস্তানি গুরুপাতওয়াত পান্নুকে কানাডার নিরাপত্তারক্ষীরা সেখান থেকে সরিয়ে নিয়ে যান।

 

আরও পড়ুন: G20: কানাডায় 'ভারত-বিরোধী' কার্যকলাপ, জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকে উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

প্রসঙ্গত কানাডায় টভারত বিরোধীট কার্যকলাপ বাড়ছে বলে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সামনে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। কানাডায় যেভাবে ভারত বিরোধী কার্যকলাপ বাড়ছে, তাতে ২ দেশের সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে বলে মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী।