Afghanistan: সব আমেরিকানকে সঙ্গে নিয়ে তবেই আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনা
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, প্রত্যেক মার্কিন নাগরিককে উদ্ধার করার পর তবেই সে দেশের সেনা কাবুল ছাড়বে৷
কাবুল,১৯ অগাস্ট: আফগানিস্তান (Afghanistan) থেকে যতক্ষণ না পর্যন্ত মার্কিন নাগরিকদের উদ্ধার করা যায়, ততক্ষণ পর্যন্ত সে দেশের সেনা কাবুলে (Kabul) থাকবে৷ আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন নাগরিকদের উদ্ধার করে তবেই সেনা সেখান থেকে সরব বলে স্পষ্ট জানালেন জো বাইডেন (Joe Biden)৷
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন বলেন, প্রত্যেক মার্কিন নাগরিককে উদ্ধার করার পর তবেই সে দেশের সেনা কাবুল ছাড়বে৷ বুধবার পর্যন্ত কাবুল থেকে ৫ হাজার মানুষকে উদ্ধার করেছে মার্কিন সেনা৷ তবে কাজ এখনও শেষ হয়নি৷ আফগানিস্তান থেকে প্রত্যেক মার্কিন নাগরিককে উদ্ধার করে তবেই সেনা বাহিনী আমেরিকায় (US) ফিরবে বলে জানানো হয়েছে৷
আরও পড়ুন: Taliban: তালিবান আফগানিস্তান দখলের আগের দিন সুনিপুণভাবে ৫০ জনকে উদ্ধার করে ভারতীয় বায়ুসেনা
প্রসঙ্গতআফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটো বাহিনী প্রত্যাহারের পরই তালিবান গোটা দেশ দখল করতে শুরু করে৷ মার্কিন এবং ন্যাটো বাহিনী ফেরতের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে গোটা আফগানিস্তানকে নিজেদের হেফজতে নেয় তালিবান (Taliban)৷