Taslima Nasreen: 'কীভাবে মহিলাদের সম্মান করতে হয় বর্বর তালিবান জানে না', আক্রমণ তসলিমার
সম্প্রতি কাবুল দখল করে গোটা আফগানিস্তান জুড়ে আধিপত্য কায়েম করে তালিবান৷ কাবুল দখলের পর সেখানকার সংসদ ভবনে নিজেদের আধিপত্য কায়েম করে আফগানিস্তানের নাম পালটে ইসলামিক এমিরেট-এ রূপান্তিরত করে তালিবান৷
কাবুল, ১৮ অগাস্ট: আফগানিস্তান (Afghanistan) নিয়ে ফের বিস্ফোরক তসলিমা নাসরিন (Taslima Nasreen)৷ নিজের সোশ্যাল হ্যান্ডেলে তালিবানের (Taliban) বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা৷ তিনি বলেন, মহিলাদের পর্দায় ঢেকে দিচ্ছে তালিবান৷ মহিলাদের পুরো ঢেকে দিয়েও তালিবান দাবি করছে, তাঁরা মেয়েদের সম্মান নিয়ে সচেতন৷ মেয়েদের অধিকারকে তারা সম্মান করে না৷ এই বর্বর জঙ্গিরা মহিলাদের কখনও সম্মান দিতে জানে না৷
সম্প্রতি কাবুল (Kabul) দখল করে গোটা আফগানিস্তান জুড়ে আধিপত্য কায়েম করে তালিবান৷ কাবুল দখলের পর সেখানকার সংসদ ভবনে নিজেদের আধিপত্য কায়েম করে আফগানিস্তানের নাম পালটে ইসলামিক এমিরেট-এ রূপান্তিরত করে তালিবান৷
আরও পড়ুন: Taliban: আফগানিস্তানে ফিরছে কালো দিন? মহিলাদের অধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে কী বলল তালিবান
এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ৷ তিনি বলেন, ১৯৯০ সালের তালিবানের সঙ্গে বর্তমানে সংগঠনের পার্থক্য রয়েছে৷ তালিবান মহিলাদের অধিকার সম্পর্কে অবগত৷ মহিলাদের বাক স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে, সে বিষয়ে তারা সচেতন৷ ইসলামি নিয়ম নীতি মেনে, শরিয়তি আইন অনুযায়ী, মহিলাদের অধিকার সুরক্ষিত হবে বলে জানায় তালিবান৷
মহিলাদের নিয়ে তালিবান মুখপাত্রের ওই মন্তব্যের পর তাঁকে পালটা কটাক্ষ করেন তসলিমা৷ এমনকী, বর্বর জঙ্গিরা মহিলাদের সম্মান দিতে জানে না বলেও আক্রমণ করেন তসলিমা৷